

পাকিস্তান ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ মন্তব্যে না বুঝে-শুনে লাইক করে বসেন লাইক করে দেশটির তারকা পেসার মোহাম্মদ আমির। আর এটি নিয়ে এখন শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। বিষয়টির শুরু তার ব্রিটিশ নাগরিকত্বের আবেদন ঘিরে। সেই সংক্রান্ত একটি টুইটে একজন মন্তব্য করেন, পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র।
ওই মন্তব্যে লাইকের একটি স্ক্রিন শট সারা ফেলে দিয়েছে ক্রিকেটাঙ্গনে। পরে অবশ্য মোহাম্মদ আমির নিজের ভুল শুধরে নেন। ভুলবশত লাইক করে ফেলেছেন বলেও জানান তিনি। হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া আমি সদ্য সমাপ্ত বিশ্বকাপে দারুণ পারফরম করেছেন। ইতিমধ্যে ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করেছেন তিনি। তার স্ত্রী নারজিস যুক্তরাজ্যের নাগরিক। আর এই ব্রিটিশ নাগরিকত্ব চাওয়া মাত্রই আমিরের সমালোচনা শুরু হয়।
আই.এ/পাবলিক ভয়েস