পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান ড্যান কোটস

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক ড্যান কোটস পদত্যাগ করেছেন। ট্রাম্পের প্রশাসন থেকে পদত্যাগ করা হাই প্রোফাইল ব্যক্তিদের মধ্যে সর্বশেষে ব্যক্তি হলেন ড্যান কোটস। সোমবার এক টুইট বার্তায় ড্যান কোটসের পদত্যাগের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, টেক্সাসের কংগ্রেসম্যান জন র‍্যাটক্লিফ আগস্টের মাঝামাঝি কোটসের স্থলাভিষিক্ত হবেন। রেটক্লিফ দেশকে ভালোবাসেন। তিনি দেশকে নেতৃত্ব দেবেন এবং মহৎ কাজের অনুপ্রেরণা হবেন। এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা পদত্যাগপত্রে কোটস বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থা আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়েছে।

আমার এখন জীবনের পরবর্তী অধ্যায়ে পদার্পণ করা উচিত বলে মনে করি। মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে সিআইএ এবং এনএসএ-সহ যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানের দায়িত্ব ছিল ড্যান কোটসের ওপর।

আই.এ/পাবলি কয়েস

মন্তব্য করুন