মেয়েকে বাঁচিয়ে লাভ কী? শুধু শুধু টাকা নষ্ট; ছেলে হলে বাঁচানোর চেষ্টা করতাম

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯

ভারতের বিহারের অসুস্থ মেয়েকে নিয়ে নির্মম প্রশ্ন তুললেন মেয়েটির বাবা মা। মেয়েকে বাঁচিয়ে কী লাভ? কোন কাজে লাগবে সে? একমাত্র কন্যা সন্তান বিহারের সরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে৷ দুটো কিডনিই তার অকেজো৷ আর এই পরিস্থিতিতে মেয়েটির পাশে নেই তার বাবা মাও৷ তাদের সাফ কথা মেয়েকে বাঁচিয়ে কী হবে? শুধু টাকা নষ্ট৷ ছেলে হলে তাকে বাঁচানোর চেষ্টা করে দেখতেন৷ ভারতীয় গণমাধ্যমের খবর।

বিহারের শেখপুরা জেলার সদর ব্লকের অবগিল গ্রামের কাঞ্চন কুমারি৷ মাধ্যমিক পাশ করেছিল প্রথম বিভাগে৷ তারপরেই অসুস্থ হয়ে পড়ে সে৷ নানা পরীক্ষানিরিক্ষার পরে জানা যায় দুটো কিডনিই অকেজো তার৷ ভরতি করা হয় পাটনার ইন্দিরা গান্ধী ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে৷ হ্যাঁ, পরিবারের হাতে সেই অর্থে আর্থিক ক্ষমতা নেই৷ তাই তাকে স্থানান্তরিত করে ভরতি করা হয় স্থানীয় সদর হাসপাতালে৷  কিডনি প্রতিস্থাপনের জন্য চাই প্রচুর টাকা৷ সেই টাকা যোগাড় করা সম্ভব নয় বিহারের ওই দম্পতির পক্ষে৷

তবে তাদের সাফাই অবাক করেছে সংবাদমাধ্যমকে৷ তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ছেলে হলে এই পরিমাণ টাকা যোগাড় করার চেষ্টা করতেন কিন্তু এতো মেয়ে৷ কী হবে ওকে বাঁচিয়ে, এত টাকা নষ্ট করে? এই প্রশ্নের উত্তর কে দেবে?  এখন কোনও চিকিৎসাই হচ্ছে না মেয়েটির৷ বাবা মা কিডনি দিয়ে হয়তো বাঁচাতে পারতেন মেয়েটিকে৷ কিন্তু সেখানেও আপত্তি তাদের৷ কেন দেবেন তারা তাদের মেয়েকে বাঁচানোর জন্য নিজের কিডনি? সেতো মেয়ে৷ বাঁচিয়ে কি লাভ?

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন