
আফগানিস্তান থেকে বিদেশি সেনা চলে না যাওয়া পর্যন্ত কাবুল সরকারের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে তালেবান। সংগঠনটি আফগান সরকারের সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে বৈঠকের কথাও অস্বীকার করেছে। কাতার অফিসে তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন গতকাল রোববার বলেন, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরই কেবল সরকারের সঙ্গে আলোচনা হবে। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।
অন্যদিকে আমেরিকা দাবি করছে, তালেবানকে প্রতিশ্রুতি দিতে হবে যে, অন্যের ওপর হামলার জন্য আফগানিস্তানকে ব্যবহার হতে দেবে না তারা। তবে এই পর্যন্ত এসব দাবি নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসে নি। এসব আলোচনায় আফগান সরকারের কোনো প্রতিনিধিকেও রাখা হয়নি।
এর আগে আফগান সরকারের শান্তি বিষয়ক প্রতিমন্ত্রী আবদুস সালাম রাহিমি বলেছিলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে তালেবানের সঙ্গে সরাসরি আলোচনায় সরকার ১৫ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে। গত বছর থেকে মার্কিন সরকার কাতারে তালেবানের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনায় বসেছে। দু’পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে তবে সবার আগে বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার দাবি জানাচ্ছে তালেবান।
আই.এ/পাবলিক ভয়েস

