
ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সেনারাসৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি বিমানবন্দরের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে। ইয়েমেনে সৌদি আগ্রাসনের জবাবে এ হামলা চালিয়েছে বলে আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত বিমানবাহিনী।
ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি ড্রোনগুলো নিখুঁতভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে তিনি জানান। হামলার কারণে নাজরান বিমানবন্দরের বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, সৌদি ড্রোনের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে প্রথম হামলা করা হয়। এরপর ড্রোনের হ্যাঙ্গার ও কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। জেনারেল সারিয়ি জাানান, গত ৪৮ ঘণ্টাায় সৌদি জোট ইয়েমেনে অন্তত ২৭ দফা বিমান হামলা চালিয়েছে।
আইএ/পাবলিক ভয়েস

