
গোটা দেশজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতা বন্ধের দাবিতে এবং ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে সাম্প্রদায়িক উসকানির প্রতিবাদে গত মঙ্গলবারই বিশিষ্ট পরিচালক শ্যাম বেনেগাল, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ থেকে মণিরত্নম-সহ সরব হয়েছিলেন ৪৯ বুদ্ধিজীবী ও বিদ্বজ্জন৷ ‘জয় শ্রীরাম’ থেকে গণপিটুনি, যাবতীয় অসহিষ্ণুতামূলক বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরে চিঠি পাঠিয়েছেন তারা। দেশের এই অস্থির পরিস্থিতিতে প্রত্যেকের কপালেই পড়েছে ভাঁজ। গোটা দেশ রীতিমতো তোলপাড়৷ যার জন্য শাসক দলের ক্ষোভের মুখেও পড়েছেন এসব বিদ্বজ্জনরা।
সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমার বক্তব্য আমি স্পষ্ট চিঠিতে উল্লেখ করেছি। তাতে কার আপত্তি থাকল, কে কী বলল, আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই। তারা আগে নিজেদের ঘর সামলাক।” ঋদ্ধি সেন বলেন, “ওরা ভয় পেয়েছে, বিষয়টিকে এত বড় করে দেখার কিছু নেই।” “তার পালটা হিসেবে পরবর্তীতে প্রধানমন্ত্রীর কাছে যেই চিঠিটি গিয়েছে, তা পুরোপুরি রাজনৈতিক স্বার্থে।”
জানা গেছে, এরপরই প্রধানমন্ত্রীর সমর্থনে পালটা চিঠি দিয়েছেন ৬১ জনের এক বিশিষ্ট দল। এবার কঙ্গনা-প্রসূন-সহ বাকি মোদিপন্থীদের ওই পালটা চিঠির মোক্ষম জবাব দিলেন অপর্ণা সেন এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। দু’- দুটো প্রাণনাশের হুমকি চলে এল? এত ভয়! তার মানে কোথাও গিয়ে ওদের আঁতে ঘা লেগেছে নিশ্চয়।” মোদিপন্থী বিদ্বজ্জনরা তাদের চিঠিতে অনুরাগ-অপর্ণা-শ্যাম বেনেগালদের রীতিমতো তুলোধনা করেছেন। তবে ক্ষান্ত থাকেননি অপর্ণাও।
তিনিও একহাত নিয়েছেন মোদীপন্থীদের। ওই ৬১ জনের চিঠি প্রসঙ্গে মুখ খুলেছেন পরিচালক অপর্ণা সেনও। ঠিক কী বললেন অভিনেত্রী তথা পরিচালক? অপর্ণার কথায়, “ইতিমধ্যেই কৌশিক সেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হুমকি পেয়েছেন অনুরাগ কাশ্যপও। হাসি পাচ্ছে আমার। মাত্র ৪৯ জন লোক চিঠি দিল, আর তাতেই দু’- দুটো প্রাণনাশের হুমকি চলে এল? এত ভয়! তার মানে কোথাও গিয়ে ওদের আঁতে ঘা লেগেছে নিশ্চয়।”
শুধু বিনোদুনিয়াই নয়, সরব হয়েছেন বিশিষ্ট কবি শঙ্খ ঘোষও। তার কথায়, “দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে শুভচিন্তাসম্পন্ন মানুষজন চিঠিটা দিয়েছিলেন, সেটা অত্যন্ত স্বাভাবিক। তবে তার পালটা হিসেবে পরবর্তীতে প্রধানমন্ত্রীর কাছে যে চিঠি গিয়েছে, তা পুরোপুরি রাজনৈতিক স্বার্থে। প্রথম চিঠিতে বাংলার যারা সই করেছিলেন, তারা তো শুধু পশ্চিমবঙ্গের সমস্যা নিয়ে কথা বলেননি। তাঁরা গোটা দেশে ঘটে চলা অনাচারের বিরুদ্ধে সরব হয়েছেন।”
আইএ/পাবলিক ভয়েস

