
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে স্বৈরাচারী শাসন বহাল রাখতে চাইছে বর্তমান কেন্দ্রীয় সরকার। সরকারের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদেরই জাতীয়তা-বিরোধী বলা হবে কেন? এমন প্রশ্নও করতে শোনা যায় মহুয়া মৈত্রকে। তবে তার এই অভিযোগের পরেই সরব হয়ে ওঠেন শাসক দলের সাংসদরা।
আন-ল’ফুল অ্যাক্টিভিটি (প্রিভেনশন) অ্যামেন্ডমেন্ট বিল ২০১৯ এর বিরোধিতায় বুধবার লোকসভায় তিনি এসব কথা বলেন।
সরকারের তরফ থেকে বলা হয় মহুয়া মৈত্র যে অভিযোগ করেছেন তা তাকে প্রত্যাহার করে নিতে হবে। তবে শাসক দলের বিরোধীতার মাঝেই তিনি তার বক্তব্যে অটল থাকেন। এই মন্তব্যের প্রত্ত্যুত্তরে সংসদ বিষয়ক মন্ত্রি অরজুন রাম মেঘয়াল বলেন, শাসক দল কখনই কাঊকে জাতীয়তা-বিরোধী আখ্যা দেয় নি।
এদিকে, মহুয়ার মন্তব্য প্রত্যাহারের দাবি তুলে বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়া বলেন, “কেন্দ্রের বিরুদ্ধে মহুয়া মৈত্র যা বলছেন তার প্রমাণ কী? তাঁকে তাঁর মন্তব্য প্রত্যাহার করতে হবে।
আইএ/পাবলিক ভয়েস

