

ইনস্টাগ্রামে ক্রীড়া জগতের তারকাদের দাপট চোখে পড়ার মতো। ভক্তদের কাছে তারকাদের পৌঁছনোর অন্যতম একটি জনপ্রিয় মাধ্যমও এটি। ইনস্টাগ্রামে তাদের ফলোয়ারের সংখ্যায় দেখলে যে কোনো কারোর ‘চক্ষু চড়কগাছ’ হতে বাধ্য। এই বিশাল-সংখ্যক অনুসারীদের পুঁজি করে বড় অংকের অর্থও পান তারা।
সম্প্রতি সামনে এসেছে ইনস্টাগ্রাম স্পোর্টস রিচ লিস্ট ২০১৯-এর তালিকা। সারা বিশ্বের খেলোয়াড়দের সেই তালিকার নবম স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সেখানে বলা হয়েছে, কোহলি ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য পান ১ লাখ ৯৬ হাজার ডলার। বাংলাদেশি টাকায় ১ কোটি ৬৫ লাখ ৫০ হাজারের মতো। ইনস্টাগ্রাম স্পোর্টস রিচ লিস্ট ২০১৯-এর শীর্ষে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এখানে প্রতিটি স্পনসরড পোস্টের জন্য তিনি চার্জ করেন ৯ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার। অর্থাৎ, ৮ কোটি ২৩ লাখ টাকার মতো। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার এবং আর্জেন্টাইন লিওনেল মেসি।
এই তালিকায় শীর্ষ দশ খেলোয়াড় হলেন,
ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবলার): ৯ লাখ ৭৫ হাজার ডলার
নেইমার (ফুটবলার): ৭ লাখ ২২ হাজার ডলার
লিওনেল মেসি (ফুটবলার): ৬ লাখ ৪৮ হাজার ডলার
ডেভিড বেকহ্যাম (ফুটবলার): ৩ লাখ ৫৭ হাজার ডলার
লিবর্ন জেমস (বাস্কেটবল): ২ লাখ ৭২ হাজার ডলার
রোনালদিনহো (ফুটবলার): ২ লাখ ৫৬ হাজার ডলার
গ্যারেথ বেল (ফুটবলার): ২ লাখ ১৮ হাজার ডলার
জ্লাতান ইব্রাহিমোভিচ (ফুটবলার): ২ লাখ ডলার
বিরাট কোহলি (ক্রিকেটার): ১ লাখ ৯৬ হাজার ডলার
লুইস সুয়ারেজ (ফুটবলার): ১ লাখ ৮৪ হাজার ডলার
আইএ/পাবলিক ভয়েস