‘সাকিব আল হাসান স্ট্যান্ড’ নামকরণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯

নয়ন চৌধুরী, ক্রীড়া প্রতিবেদক: মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামের গ্রান্ড স্টান্ডের নামকরণ ‘সাকিব আল হাসান স্ট্যান্ড’ করার দাবি জানিয়েছে সাকিব আল হাসানের ভক্ত অনুরক্তদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সক্রিয় গ্রুপ ‘Fans Of SAH75’। আগামীকাল শুক্রবার (২৬ জুলাই) এ দাবিতে মিরপুরে মানববন্ধন করবে ‘Fans Of SAH75’।

জানা যায়, আল হাসানে একনিষ্ঠ ভক্ত সমর্থক গোষ্ঠী ফেসবুক গ্রুপ ‘Fans Of SAH75’ এর উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, বিসিবি সম্মানিত সভাপতি এবং সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করা হবে। সংশ্লিষ্টরা জানান মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করতে পারবেন সর্বস্তরের ক্রিকেট ভক্তরা।

সংশ্লিষ্টরা বলেন, ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়েছে ক্রিকেট বিশ্বের লিজেন্ড আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০০শ শতকের মালিক শচীনের নাম ‘শচীন টেন্ডুলকার স্ট্যান্ড’, রাঞ্চিতে জেএসসিএ স্টেডিয়ামে রয়েছে বিশ্ববিখ্যাত ক্যাপ্টেন ও ফিনিশার খ্যাত মাহির নামে ‘ধোনী প্যাভিলিয়ন’, অস্ট্রেলিয়ার হোবার্টে ব্লুল্ডস্টোন এরিনা স্টেডিয়ামে রয়েছে অস্ট্রেলিয়ান লিজেন্ড পন্টিং এর নামে ‘দ্যা রিকি পন্টিং স্ট্যান্ড’। এছাড়া ক্যারিবিয়ান আইল্যান্ড সেন্ট লুসিয়ায় রয়েছে ক্যারিবিয়ান ডাবল বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন সামীর নামে ‘ড্যারেন স্যামি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’।

উপরের উল্লেখিত সবাই তাদের স্ব স্ব দেশের এবং ক্রিকেট বিশ্বের জন্য লিজেন্ড। তেমনি সাকিব বাংলাদেশ তথা ক্রিকেট বিশ্বের একটি উজ্জ্বল নক্ষত্র। তাই সাকিবের একনিষ্ট ভক্তকুল ওও টাইগার সমর্থকদের দাবি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্রান্ড স্ট্যান্ডের নামকরণ করা হোক ‘সাকিব আল হাসান স্ট্যান্ড’।

জানা যায়,  Fans Of SHA75 এর উদ্যোগে ঢাকা মিরপুর ছাড়াও অন্যান্য জেলা শহর গুলোতে পরের দিন শনিবার তাদের প্রতিনিধিদের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

/এসএস

মন্তব্য করুন