

শুটিং করতে গিয়ে নায়ক নায়িকাদের আহত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। এমন কি মৃত্যুর খবরও পাওয়া যায় অনেক সময়। গত দু‘তিন আগে ভারতে স্টেজ শো করতে গিয়ে মৃত্যু হল একজন অভিনেতার। হাসতে হাসতেই তিনি ঢলে পড়েন মৃত্যুর কোলে। প্রথমে কেউ বুঝতেই পারেননি বিষয়টি। এবার শোনা গেলো চিত্রনায়ক বাপ্পী শুটিং করতে গিয়ে আহত হয়েছেন।
গতকাল বেলা ১টার দিকে গাজীপুর জাতীয় উদ্যানে চলছিল ‘ডেঞ্জার জোন’-এর শুটিং। সেখানে একটি ঝুঁকিপূর্ণ শট নিতে গিয়ে অজ্ঞান হয়ে যান এই তারকা। মূলত ক্রেনের হেঁচকা টানে তিনি শূন্য থেকে আছড়ে পড়েন। এ সময় তিনি অজ্ঞান হয়ে যান।
এরপর থেকে শুটিং বন্ধ রাখা হয়েছে। একটি অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছিলেন বাপ্পী ও জলি। কোমরে বাঁধা ছিল ক্রেনের কালো সুতা। দৃশ্যটি ছিল জাদুর ধাক্কায় উড়ে যাবেন বাপ্পী। কিন্তু কোমরে বাঁধা সুতার টানটা এতটাই জোরে হয়েছিল যে, ঘাড় বাঁকা হয়ে নিচের দিকে চলে যায়। এতে বাপ্পীর মাংসপেশিতে মারাত্মক টান লেগেছে। বিকাল ৪টার দিকে জানা যায় নায়ক বাপ্পী সুস্থ আছেন। ছবিটি পরিচালনা করছেন বেলাল সানি।
আইএ/পাবলিক ভয়েস