বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় দুঃসংবাদ!

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৯

নয়ন চৌধুরী, ক্রীড়া প্রতিবেদক: অনেক দিন ধরেই কাঁধের ইঞ্জুরিতে আছেন দলের সিনিয়র খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপ থেকে ফেরার পর চলমান শ্রীলঙ্কা সফরে খেলবেন কিনা সংশয় ছিলো। খেলবেন না এমন খবরই ছিলো। দল ঘোষণার শেষ দিকে এসে অনুশীলনে ইঞ্জুরিতে পড়ে ছিটকে যান দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি। ছুটিতে থাকায় নেই সাকিবও। টিমম্যানেজম্যান্ট রিস্ক নিতে চায়নি বলে শেষ পর্যন্ত মাহমুদ উল্লাহকে দলে নেয়। ইতোমধ্যে শ্রীলঙ্কা চলেও গেছেন মাহমুদ উল্লাহ।

এরইমধ্যে জানা গেলো বাংলাদেশ ক্রিকেটের জন্য সব থেকে বড় দুঃসংবাদ। মাশরাফি বিন মুর্ত্তোজা ক্রিকেটারদের ইতিহাসে লম্বা সময় ধরে অনেক বড় ইঞ্জুরিতে পড়ে থাকলেও অনেকটা ফিট হয়ে ক্রিকেট চালিয়ে গেছেন অদম্য সাহস নিয়ে। ইঞ্জুরিরর পরে সময়টাতে বরং দাপটের সঙ্গেই ছিলেন এবং আছেন এখনো।

কিন্তু আজকে জানা গেলো মাহমুদ উল্লাহ রিয়াদ আর কখনোই শতভাগ ফিট হয়ে ক্রিকেট খেলতে পারবেন না। বিশ্বকাপের কাধেঁর ইঞ্জুরি অনেক ভোগান্তি নিয়ে এসেছে তার জন্য। বিসিবি চিকিৎসক দেবাশিষ জানালেন,আর কখনোই শতভাগ ফিট হয়ে খেলতে পারবেন নাহ মাহমুদউল্লাহ রিয়াদ।

আজ ফিজিও থেকে বলা হয়, সম্পুর্ণ ফিট হয়ে আর কখনোই ক্রিকেট খেলতে পারবেন না সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। আরাে বলা হয়েছে ব্যাটিং ও বোলিং করতে পারলেও, ফিল্ডিং করার ক্ষেত্রে অনেক সমস্যায় পরতে হবে মাহমুদুল্লাহ রিয়াদকে।

/এসএস

মন্তব্য করুন