
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ৬ষ্ঠ আসর শুরু হচ্ছে ৫ জানুয়ারী । সে উপলক্ষে ২ তারিখ সকাল থেকেই টিকিট বিক্রির ঘোষনা দিয়েছে বিপিএল কর্তৃপক্ষ। সর্বনিম্ন ২০০ টাকায় মিলবে বিপিএলের টিকিট।
আজ বৃহস্পতিবার থেকে ঢাকা পর্বের টিকিট পাওয়া যাবে। মিরপুর ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের পার্শ্ববর্তী বুথে মিলছে ঢাকার ম্যাচগুলোর প্রথম পর্বের টিকিট। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বুথে টিকিট বিক্রি হবে। ছাদবিহীন সাধারণ গ্যালারির টিকিট মূল্য রাখা হয়েছে ২০০ টাকা, ছাদযুক্ত গ্যালারির টিকিট মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। ক্লাব হাউস ও ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখতে ৫০০ টাকা খরচ করতে হবে। আর গ্র্যান্ড স্ট্যান্ডে খেলোয়াড়দের কাছ থেকে দেখার সুযোগ পেতে দরকার হবে ২ হাজার টাকার টিকিট। ঢাকার দ্বিতীয় পর্বের টিকিট বিক্রি শুরু হবে ২০ জানুয়ারিতে। আর তৃতীয় পর্বের টিকিট মিলবে ৩১ জানুয়ারিতে।
সিলেটের দর্শক টিকিট কিনতে পারবেন ১৪ জানুয়ারি থেকে। তবে সিলেটের বুথ বিভাগীয় স্টেডিয়াম নাকি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসানো হবে, সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
বিপিএলের চট্টগ্রাম অংশের টিকিট মিলবে ২৪ তারিখ থেকে। এমএ আজিজ স্টেডিয়াম ও জহর আহমেদ স্টেডিয়ামের পার্শ্ববর্তী বুথেই মিলবে টিকিট। আগ্রহী দর্শক চাইলে সহজ ডটকম থেকেও সংগ্রহ করতে পারবেন বিপিএলের টিকিট।
এলিমিনেটর ও ফাইনালের টিকিটের মূল্য এবং বিক্রির দিনক্ষণ পরে জানানো হবে বলে জানানো হয়েছে।