নির্বাচন নিয়ে কোন মন্তব্য নাই: বেগম জিয়া

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯

ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ প্রথমবারের মত আদালতে হাজির করা হল খালেদা জিয়াকে। সেখানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোন মন্তব্য করতে রাজি হননি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বৃহস্পতিবার নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজিরা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কিছু বলার নেই’।

নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দেয়ার জন্য দুপুর ১২ টা ১০ মিনিটে তাকে হাজির করা হয় ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারের এজলাস কক্ষে।

কারাগারে হাজির হয়ে তিনি ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের উদ্দেশে বলেন, এত ছোট জায়গায় মামলা চলতে পারে না। এখানে আমাদের কোনো আইনজীবী বসতে পারেন না। এখানে মামলা চললে আমি আর আদালতে আসব না। এখানে আইনজীবীদর গেট থেকে ফিরিয়ে দেয়া হয়। আপনারা সাজা দিলে দিয়ে দেন, তাও আমি এ আদালতে আসব না।’

দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদাকে বন্দি রেখেই গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে প্রতিদন্ধিতা করতে পারেননি তিনি। প্রার্থীতার আবেদন করলেও নির্বাচন কমিশন তার প্রার্থীতা বাতিল করে দেয়। নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক বিপুল ভোটে পরাজিত হয়েছে তবে বিএনপি নেতাদের পক্ষ থেকে নির্বাচনে কারচুপির অভিযোগ আনা হলেও নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

মন্তব্য করুন