

বিশ্ববিখ্যাত কিংবদন্তি ক্রিকেটার, সাবেক অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার শেট ওয়াটসন আসছেন ঢাকায়। আগামী বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে মাঠ মাতাবেন সাবেক এই অজি তারকা। বৃহস্পতিবার সকালে খুলনা টাইটান্স কর্তৃপক্ষ শেন ওয়াটসনের একটি ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
বৃহস্পতিবার সকালে খুলনা টাইটান্স কর্তৃপক্ষ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ওয়াটসনের ভিডিও প্রকাশ করে। তাতে ক্যাপশনে লিখে ‘গর্বের সঙ্গে শহরের নতুন টাইটানকে আপনাদের সামনে উপস্থাপন করছি। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন খুলনা টাইটানসের সরাসরি বিদেশি চুক্তির একজন হিসেবে বিপিএলের ২০১৯-২০ মৌসুম খেলবেন’।
ভিডিও বার্তায় শোনা যায় শেন ওয়াটসনবলছেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরের মৌসুমে খুলনা টাইটানসে যোগ দিচ্ছি, আমি খুব রোমাঞ্চিত। বিপিএল এমন একটা টুর্নামেন্ট, যেখানে আমি সবসময় খেলতে চেয়েছি। শেষ পর্যন্ত সুযোগটা পেলাম’।
এ ব্যাপারে খুলনা টাইটান্সের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ বলেন, ফ্র্যাঞ্চাইজিতে শেন ওয়াটসন যোগ দিতে যাচ্ছেন, খুলনা টাইটানসের জন্য এটা রোমাঞ্চকর। তিনি সত্যিকারের একজন চ্যাম্পিয়ন, তার দেশ ও ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে অনেক শিরোপা জিতেছেন। তার অভিজ্ঞতা ও জয়ের মানসিকতা দলে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি শেন আমাদের শিরোপা জেতাতে দারুণ অবদান রাখবেন, যেটার জন্য আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি’।
/এসএস