নতুন ইউরোপ হবে সৌদি, এটাই আমার যুদ্ধ : প্রিন্স সালমান

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

সৌদি আরবসহ পুরো মধ্যপ্রাচ্য হবে নতুন ইউরোপ। আগামী ৫ বছরে সৌদি আরবে সম্পূর্ণ পরিবর্তন আসবে। সৌদি আরব হবে উন্নত এক নতুন পৃথিবী। এটাই আমার যুদ্ধ এবং এই যুদ্ধে আমি জয়ী হবো।

সৌদি প্রিন্স সালমান এক কনফারেন্সে এমন মন্তব্য করেছেন বলে জানা গেছে। আল আরাবিয়্যার এক ভিডিও প্রতিবেদনে দেখা যায় সৌদি প্রিন্স সালমান সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাজনৈতিক ও অর্থনীতিবীদদের নিয়ে করা এক কনফারেন্সে বেশ আত্মবিশ্বাসের সাথেই বলছেন অগামী ৫ বছরের মধ্যে পুরো মধ্যপ্রাচ্য সৌদি আরবকে অনুসরণ করবে। তারা সৌদি আরবের মতো করেই এক উন্নত দেশের স্বপ্ন দেখবে।

তিনি বলেন, সৌদি আরবের আমূল পরিবর্তনের এই যুদ্ধ আমি মৃত্যু পর্যন্ত অংশগ্রহণ করবো। আমি আমার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো সৌদি আরবকে পরিবর্তন করে এক নতুন পৃথিবী তৈরি করতে।

প্রসঙ্গত : ক্ষমতায় বসার পর থেকেই সৌদি আরবের ধারাবাহিক ট্রেডিশন মুসলিম সেন্টিমেন্টকে পাত্তা না দিয়ে প্রিন্স সালমান সৌদি আরবে এক আমূল পরিবর্তনে নেমেছেন। সৌদি আরবে স্থাপন করেছেন সিনেমা হল, নারীদের গাড়ি চালানোর লাইসেন্স দেওয়াসহ অনেক পরিবর্তন এনেছেন তিনি সৌদি আরবের আইনে। সম্প্রতি সৌদি আরবের নারীদের পরুষের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমনে নিষেধাজ্ঞা আইনও বাতিল করেছেন তিনি। সৌদি আরবে ইউরোপ আমেরিকার আদলে পর্যটন শিল্পের বিকাশ করাসহ নাইটক্লাব ও বিভিন্ন কনসার্টের আয়োজন করেও সমালোচিত হয়েছেন তিনি।

মন্তব্য করুন