সুপার ওভারেও ড্র; যে কারণে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

বিশ্বকাপ ক্রিকেট

প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এ নতুন চ্যাম্পিয়ন দেখতে পেলো বিশ্ববাসী। ক্রিকেটের জন্ম দিয়েও কখনো শিরোপা জিততে পারেনি ইংলিশরা। এর আগে তিনবার ফাইনালে গিয়েও পরাস্ত হয়েছিলো। এবার পরাস্ত হওয়ার দ্বারপ্রান্ত থেকে অপ্রত্যাশিতভাবে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। মূল ম্যাচে ড্র করার পর সুপার ওভারের খেলাও ড্র হয়। দুই ড্র’তে মিল ছিলো উভয় দলই শেষ বলে দুই রান নিতে গিয়ে ১ রান নেওয়ার পর উইকেট হারিয়েছে। আর নিউজিল্যান্ডের ওই উইকেটটিই ইংল্যান্ডের ভাগ্য খুলে দেয় চ্যাম্পিয়ন হওয়ার।

মূল ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ২৪১ রানের টার্গেটে জয়ের লক্ষে খেলতে নেমে শেষ বলে ১ রান নিয়ে দ্বিতীয় রান নিতে গিয়ে সর্বশেষ উইকেট হারিয়ে সমান ২৪১ রান করে ইংল্যান্ড। ফলাফল অমিমাংসিত ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও রোমঞ্চর উত্তেজনা। প্রথমে ব্যাট করে ৬ বলে ১৫ রান করে ইংল্যান্ড। জবাবে শেষ বল পর্যন্ত খেলা গড়িয়ে সুপার ওভারেও ড্র আদায় করে নেয় নিউজিল্যান্ড।

সুপার ওভারে ইংল্যান্ডের পক্ষে দলের মূল ওপেনার ব্যাটসম্যানদের পরিবর্তে খেলতে নামেন বেন স্টোকস ও জস বাটলার। ট্রেন্ট বোল্টের করা ৬ বলে বাটলার ও স্টোকস মিলে করেন ১৫ রান। জবাবে কিউইদের হয়ে ব্যাটিংয়ে আসেন দলের এক নাম্বার ওপেনার মার্টিন গাপটিল ও মিডল অর্ডার ব্যাটসম্যান জেমস নিশাম। বিপরীতে বোলিংয়ে আসেন ইলিংশ গতি তারকা জোফরা আর্চার। ৫ বলে গাপটিল-নিশাম মিলে তুলে নেন ১৪ রান। জয়ের জন্য তখন দরকার ১ বলে ২ রান।

শেষ বলটি করতে দৌঁড়ান জোফরা আর্চার। স্ট্রাইকে গাপটিল। ব্যাট হাঁকিয়ে দৌঁড়াতে থাকেন দুই ব্যাটসম্যান গাপটিল ও জেমস নিশাম। কিন্তু ১ রান নেওয়ার পর দ্বিতীয় নেওয়ার আগে রান আউট হয়ে যান গাপটিল।

ফলাফল সুপার ওভারের ম্যাচও শেষ পর্যন্ত ড্র হয়। কিন্তু সুপার ওভারে ইংল্যান্ড কোনো উইকেট না হারিয়ে ১৫ রান তোলে। অন্যদিকে নিউজিল্যান্ড ১ উইকেট হারিয়ে তোলে ১৫ রান। ফলে উইকেট ব্যবধানে জয়ী হয় ইংল্যান্ড। ড্র করেও উইকেট হারানোয় শিরোপা থেকে বঞ্চিত হয় কিউইরা। এছাড়াও মূল ম্যাচে বাউন্ডারি ব্যবধানেও এগিয়ে ছিলো ইংল্যান্ড। আর এসব কারণেই  ৪৪ বছর পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে শিরোপা তুলে নেয় ইংলিশরা।

/এসএস

মন্তব্য করুন