
সুপার ওভারের রোমঞ্চকর খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ইংল্যান্ড। ২৭ বছর পর ফাইনালে গিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলো ইংল্যান্ড। রোমাঞ্চে ভরপুর ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার এ স্মৃতি ইংলিশরা স্মরণ করবে যুগ-যুগান্তর থেকে শত-হাজার বছর ধরে। কেনন এর আগে তিন তিনবার ফাইনালে গিয়ে শিরোপা খড়া কাটাতে পারেনি ইংলিশরা। এবারও প্রায় হাত ছাড়া হয়ে যাওয়া শিরোপা এলো প্রায় অপ্রত্যাশিতভাবেই। অলআউট হয়েও ড্র হওয়া ম্যাচ সুপার ওভারে গড়ায়। আর তাতেই খুলে যায় ইংলিশদের বন্ধ হয়ে যাওয়া শিরোপা দ্বার।
- নিউজিল্যান্ডের দেয়া ২৪১ রানের টার্গেটে জয়ের লক্ষে খেলতে নেমে শেষ বলে ১ রান নিয়ে দ্বিতীয় রান নিতে গিয়ে সর্বশেষ উইকেট হারিয়ে সমান ২৪১ রান করে ইংল্যান্ড। ফলাফল অমিমাংসিত ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও রোমঞ্চর উত্তেজনা। প্রথমে ব্যাট করে ৬ বলে ১৫ রান করে ইংল্যান্ড। জবাবে শেষ বল পর্যন্ত খেলা গড়িয়ে পরাস্ত হয় কিউইরা।
সুপার ওভারেও খেলা ড্র হয়। দলের ওপেনার ব্যাটসম্যানদের পরিবর্তে সুপার ওভার খেলতে নামেন বেন স্টোকস ও জস বাটলার। ট্রেন্ট বোল্টের ওভারে বাটলার ও স্টোকস মিলে করেন ১৫ রান। জবাবে কিউইদের হয়ে ব্যাটিংয়ে আসেন দলের এক নাম্বার ওপেনার মার্টিন গাপটিল ও জেমস নিশাম। বোলিংয়ে আসেন ইলিংশ গতি তারকা জোফরা আর্চার। ৫ বলে গাপটিল-নিশাম মিলে তুলে নেন ১৪ রান। জয়ের জন্য তখন দরকার ১ বলে ২ রান।
- শেষ বলটি করতে দৌঁড়ান জোফরা আর্চার। স্ট্রাইকে গাপটিল। ব্যাট হাঁকিয়ে দৌঁড়াতে থাকেন দুই ব্যাটসম্যান গাপটিল ও জেমস নিশাম। কিন্তু ১ রান নেওয়ার পর দ্বিতীয় নেওয়ার আগে রান আউট হয়ে যান গাপটিল। ফলাফল সুপার ওভারের ম্যাচও শেষ পর্যন্ত ড্র হয়। কিন্তু সুপার ওভারে ইংল্যান্ড কোনো উইকেট না হারিয়ে ১৫ রান তোলে। অন্যদিকে নিউজিল্যান্ড ১ উইকেট হারিয়ে তোলে ১৫ রান। ফলে উইকেট ব্যবধানে জয়ী হয় ইংল্যান্ড।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান করে নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুতে ১৯ রানে মার্টিন গাপটিলের উইকেট হারিয়ে কিছুটা চাপেড পড়ে যায় কিউইরা। এরপর ক্যান উইলিয়ামসনও আউট হয়ে যান মাত্র ৩০ রান করে। একমাত্র হেনরি নিকোলাসই অর্ধশতের ঘর ছুঁতে পারে। ৫৫ রান করে আউট হন হেনরি। এরপর একে একে আউট হন রস টেইলর (১৫ রান), জেমস নিসাম (১৯ রান), কলিন ডি গ্রান্ডহোম (১৬ রান), টম লাথাম (৪৭ রান) ও ম্যাট হেনরি (৪ রান)।
ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওয়াকাস ও লিয়াম প্লাঙ্কেট ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া জোফরা আর্চার ও মার্ক উড নেন ১টি করে উইকেট।
জবাবে শেষ বলে অলআউট হয়ে সমান ২৪১ রান করে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করে অপরাজিত ছিলেন বেন স্টোকস। এছাড়া জস বাটলার করেন ৫৯ রান এবং জনি বানিস্ত করেন তৃতীয় সর্বোচ্চ ৩৬ রান। নিউজ্যিলান্ডের পক্ষে লুকি ফার্গুসুন ও জেমস নিসাম ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া হেনরি ও গ্রান্ডহোম নেন ১টি করে উইকেট।
/এসএস

