ডেথ ওভারে নিউজিল্যান্ডকে ১৬ রানের টার্গেট ইংল্যান্ডের

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

নিউজিল্যান্ড-ইংল্যান্ডের শেষ বলের রোমাঞ্চে অমিমাংসিত ফাইনাল গড়ায় ডেথ ওভারে। এক ওভারের খেলায় ১৫ রান করেছে ইল্যাংন্ড। সুপার ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে বলে ১৫ রান নিয়েছে দুই ইংলিশ ওপেনার।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান করে নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুতে ১৯ রানে মার্টিন গাপটিলের উইকেট হারিয়ে কিছুটা চাপেড পড়ে যায় কিউইরা। এরপর ক্যান উইলিয়ামসনও আউট হয়ে যান মাত্র ৩০ রান করে। একমাত্র হেনরি নিকোলাসই অর্ধশতের ঘর ছুঁতে পারে। ৫৫ রান করে আউট হন হেনরি। এরপর একে একে আউট হন রস টেইলর (১৫ রান), জেমস নিসাম (১৯ রান),  কলিন ডি গ্রান্ডহোম (১৬ রান), টম লাথাম (৪৭ রান) ও ম্যাট হেনরি (৪ রান)।

ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওয়াকাস ও লিয়াম প্লাঙ্কেট ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া জোফরা আর্চার ও মার্ক উড নেন ১টি করে উইকেট।

জবাবে শেষ বলে অলআউট হয়ে সমান ২৪১ রান করে ইংল্যান্ড। অমিমাংসিত ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১৫ করে ইংল্যান্ড। জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ১৬ রান।

/এসএস

মন্তব্য করুন