অমিমাংসিত ফাইনাল: রোমাঞ্চকর ড্র

বিশ্বকাপ ক্রিকেট

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

প্রথমবারের মতো আইসিসি ক্রিকেট বিশ্বকাপে শিরোপা জেতার স্বাদ পেলো নিউজিল্যান্ড। ১৫’ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার সাথে হেরে শিরোপা স্বপ্ন অধরা থাকলে এবার আর সুযোগ হাত ছাড়া হতে দেয়নি কিউইরা। ইংল্যান্ডিকে হারিয়েছে…..

নাহ, ঠিক পড়তেছেন না। এমনটাই লিখা হচ্ছিলো কিন্তু মুহুর্তেই খেলার মোড় ঘুরিয়ে দেন বেন স্টোকস। এর আগে ধুকতে থাকা ইংল্যান্ডকে জস বাটলারকে সঙ্গে করে জয়ের বন্দরে এগিয়ে নিয়ে চলেন বীর দর্পে বেন স্টোকসই। কিন্তু বাটলার আউট হওয়ার পর জয়ের আশা নিভেই যা ইংল্যান্ডের।  একে একে প্যাভিলিয়নের পথ ধরেন ক্রিস ওয়াকাস (২ রান), প্লাঙ্কেট (১০) রান, জোফরা আর্চার, আদিল রশিদ, সাজঘরে ফিরেন শূন্য রানে। বলের চেয়ে রানের ব্যবধান হয়ে যায় দ্বিগুনের চেয়ে বেশি। অন্ধকারে হঠাৎ খোলস ছেড়ে বেড়িয়ে আসেন স্টোকস। পরপর বাউন্ডারি আর ছক্কা মেরে ব্যবধান নামিয়ে আনেন।

শেষ ওভারে বেন স্টোকস পরপর দুই ছক্কা হাঁকিয়ে জয়ের স্বপ্ন হাতের কাছে নিয়ে আসলেও আদিল রশিদের শূন্য রানে আউট হয়ে যাওয়ায় ফিকে হয়ে যায় আশা। শেষ বলে প্রয়োজন পড়ে ২ রানের। স্ট্রাইকে বেন স্টোকস। ম্যাট হেনরির ফুলটস বলে ১ রান নিয়ে ফের দৌঁড়ালেন স্টোকস-উড। কিন্তু প্রান্তে পৌঁছার আগে রান আউট হয়ে যান মার্ক উড। ফলাফল ম্যাচ ড্র।

মন্তব্য করুন