টুর্নামেন্ট সেরা উইলিয়ামসন, ফাইনাল সেরা বেন স্টোকস: বিতর্ক-সমালোচনা

বিশ্বকাপ ক্রিকেট

প্রকাশিত: ৩:০১ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৯
টুর্নামেন্ট সেরার পুরস্কার নিচ্ছেন উইয়িলামসন

শেষ হলো বিশ্বকাপের মহারণ। এবার পুরস্কার বিতরণ ও গ্রাহণের পালা। শুরুতেই চ্যাম্পিয়ন হিসেবে ট্রপি গ্রহণ করে ইংল্যান্ড। এরপর ফাইনালে নিজ দলেকে জেতাতে মূল ম্যাচ এবং সুপার ওভারে অসাধারণ খেলে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইংল্যান্ডের বেন স্টোকস। এরপর টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের নাম ঘোষণার পালা। চ্যাম্পিয়ন ট্রপির পর যে পুরস্কারের দিকে তাকিয়ে থাকে ক্রিকেট প্রেমিরা। নাম ঘোষণা করা হলো রানার্স আপ দল নিউজিল্যান্ডের অধিনায়ক ক্যান উইলিয়ামসনের। অর্থাৎ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন ক্যান উইয়িলামসন। অন্যদিকে ম্যাচ সেরা হন মূল ম্যাচে ৮৪ রান করা বেন স্টোকস।

এদিকে টুর্নামেন্ট সেরা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে বিতর্ক। অলিখিত নিয়মের খোলসে পড়ে থাকা আইসিসি শেষ পর্যন্ত নিউজিল্যান্ড অধিনায়ক ক্যান উইলিয়ামসনকে টুর্নামেন্ট অব দ্য প্লেয়ার ঘোষণা করেছে। নাতজানু নীতিতে ঘোষিত পুরস্কার বিতরণী পর্বে এবারই প্রথম বিশ্ববাসী দেখলো পুরো টুর্নামেন্টে- না বোলিং না ব্যাটিং কোনো বিভাগেই সেরা না হয়েও টুর্নামেন্ট সেরা হওয়ার ঘটনা। এনিয়ে ফলাফল ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে তুমুল সমালোচনা। বিশেষ করে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের আক্ষেপ আর নিন্দা আইসিসির প্রতি উগড়ে পড়ছে দেদারছে।

ফাইনাল ম্যাচের আগ পর্যন্ত ৫৪৮ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাকিব আল হাসানের পরে চতুর্থ নাম্বারে ছিলো উইলিয়ামসন। ফাইনাল শেষেও চতুর্থ অবস্থানেই থাকতে হয় তাকে। ফাইনালে ৩০ রান করে রানের সংখ্যা ৫৭৮ করলেও সাকিবের চেয়ে ২৮ রানে পিছিয়ে উইলিয়াস। এরপরও সেরা ক্রিকেটার হলেন ক্যান উইয়িলামসন। এযেন দলের পারফর্মেন্সে ব্যক্তিকে পুরস্কৃত করার মতোই।

  • আইসিসিরি এ সিদ্ধান্দের সমালোচনা করে ফেসবুকে একজন লিখেন, ব্যক্তিগত পারফর্মেন্সে সেরা ক্রিকেটার নির্বাচিত করতে হলে ব্যাটে বলে দূর্দান্ত পারফর্ম করা সাকিব আল হাসানই যে সেরা খেলোয়াড় হতেন এটা নিয়ে ক্রিকেট বোদ্ধাদের কোনো সন্দেহ নেই। কমপক্ষে সেমিফাইনালিস্ট দলের সদস্য হওয়াও যদি শর্ত হতো তবে ভারতের রোহিত শর্মা সর্বোচ্চ রানের বিনিময়ে সেরা খেলোয়াড় হওায়ার দাবিদার। কেননা রোহিতের চেয়ে ৭০ রানে পিছিয়ে উইলিয়ামসন। ৬৪৮ রান নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মা। সেরা পারফর্ম করে নিজের দলকে টেনে নিয়েছেন সেমিফাইনাল পর্যন্ত। মাত্র এক ম্যাচের ব্যবধানে তো দলীয় পারফর্মেন্সে পুরো টুর্নামেন্টের সেরা হতে পারেন না উইলিয়াসন। বরং এক ম্যাচ বেশি খেলেও সর্বোচ্চ রান করতে না পারা এবং দলকেত জিতাতে না পারার ব্যর্থতায় উইয়িলামসন বাদ পড়ার কথা। কিন্তু আইসিসিস তার উল্টোটা করেছে। এর মাধ্যমে তারা ক্রিকেটের প্রতি অবিচার করেছে।

নয়ন চৌধুরী নামে একজন লিখেছেন, পরাজিত দলকে স্বান্ত দিতেই উইয়িলামসনকে টুর্নামেন্ট সেরার পুরস্কার দিয়েছে আইসিসি।

রিফাত মাহমুদ সিপার নামে একজন লিখেছেন, সাকিব আল হাসান টুর্নামেন্টের ম্যান অব দ্য টুর্নামেন্ট। তিনি ৬০০+ রান করেছেন। শীর্ষ দলের তুলনায় কম ম্যাচ খেলেও এখনও ৩য় সর্বোচ্চ রান স্কোরার হিসাবে এবং ১১টি উইকেট। #আইসিসি এটা কি??

কেউ কেউ আইসিসিকে সমর্থনও জানান। যেমন- বুধাদিত্য ডি লিখেন, যখন আপনার পারফরমেন্স দলকে নক আউট করার জন্য দলে নিতে পারে না…. তখন এর মূল্য কি?

শচিন মালভিয়া নামের একজন লিখেন, যে দল টপ ৪-এ শেষ করে তাদের থেকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বাছাই করা হয়।

/এসএস

মন্তব্য করুন