

ডেস্ক রিপোর্ট: নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চরবাগ্গা গ্রামে স্বামী ও সন্তানদের বেঁধে রেখে এক গৃহবধূকে (৩২) ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াস শরীফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গণমাধ্যমকে তিনি জানান, মামলার পর অভিযান চালিয়ে নোয়াখালী ও লক্ষ্মীপুরে থেকে গৃহবধূ গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে তবে তদন্তের স্বার্থে কাদের গ্রেফতার করা হয়েছে সে নাম গোপন রাখা হয়েছে। এ ঘটনায় আসামি থাকা বাকিদের গ্রেফতার করতে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও লাকসামে পুলিশের চারটি টিম কাজ করছে বলে জানিয়েছে নোয়াখালী পুলিশ।
প্রসঙ্গত : নোয়াখালীর সুবর্ণচরে গতকাল (৩১ ডিসেম্বর) চার সন্তানের এক জননীকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১০/১২ কর্মী মিলে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। চর জুবিলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সুবর্ণচর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমীনের নেতৃত্বে এই পাশবিক কাজ করা হয়েছে বলে জানান ওই নারী। তিনি বলেন, “তারা আমাকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য জোর করেছিলো, কিন্তু আমি তাদের কথা না শুনে ধানের শীষে ভোট দিয়েছি।”