শিরোপা খড়া কাটাতে ইংল্যান্ডের সামনে ২৪২ রানের টার্গেট

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯

দীর্ঘ ২৭ বছর পর ফাইনালে গেছে ক্রিকেটের জন্মদাতা দেশ ইংল্যান্ড। ১৯৯২ সালে তৃতীয়বারের মতো ফাইনালে উঠে পাকিস্তানের বিপক্ষে ২২ রানে হারের পর শিরোপা দূরে থাক আর ফাইনালেই জেতে পারেনি ইংল্যান্ড। এবার তাদের সামনে  শিরোপা খড়া কাটাতে ২৪২ রানের টার্গেট দাঁড়িয়েছে।

টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান করেছে নিউজিল্যান্ড। এদিকে নিউজিল্যান্ড এবার টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছেছে। গতবার তারা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা থেকে বঞ্চিত হয়। এবার সেই অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে এসছে নিউজিল্যান্ড। ফাইনালে নিশ্চয়ই ইংল্যান্ডকে পরাজিত করে দ্বিতীয়বার তারা শিরোপা বঞ্চিত হতে চাইবে না। শিরোপা জিততে হলে ইংল্যান্ডকে ২৪১ রানের আগেই আটকে রাখতে হবে কিউই বোলারদের।

জয়ের লক্ষ্যে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে ১৯ রানে মার্টিন গাপটিলের উইকেট হারিয়ে কিছুটা চাপেড পড়ে যায় কিউইরা। এরপর ক্যান উইলিয়ামসনও আউট হয়ে যান মাত্র ৩০ রান করে। একমাত্র হেনরি নিকোলাসই অর্ধশতের ঘর ছুঁতে পারে। ৫৫ রান করে আউট হন হেনরি। এরপর একে একে আউট হন রস টেইলর (১৫ রান), জেমস নিসাম (১৯ রান),  কলিন ডি গ্রান্ডহোম (১৬ রান), টম লাথাম (৪৭ রান) ও ম্যাট হেনরি (৪ রান)।

ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওয়াকাস ও লিয়াম প্লাঙ্কেট ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া জোফরা আর্চার ও মার্ক উড নেন ১টি করে উইকেট।

মন্তব্য করুন