চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯
মাঠে নামার আগে দুই দলপতি

চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাটিংয়েন সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক উইলিয়ামসন। চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হওয়ার লড়াইও করতে হবে কিউই অধিনায়ককে।

এই নিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। তিনবারই হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ইংলিশদের। ১৯৭৯, ১৯৮৭ ও ১৯৯২ সালে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল দলটি। তবে সেখানে রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় ইংলিশদের। এরপর আর কোনো আসরের ফাইনালে উঠতে পারেনি ইংল্যান্ড।

ইংল্যান্ড চতুর্থবারের মত ফাইনালে উঠলেও টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল নিউজিল্যান্ড। গত আসরের ফাইনালে উঠেও রানার্স-আপ হয়ে বিশ্বকাপ শেষ করতে হয়েছিল। সেবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে গিয়েছিল কিউইরা।

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৯০টি ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এর মধ্যে নিউজিল্যান্ড ৪৩টিতে, ইংল্যান্ড ৪১টিতে জয় পায়। ২টি টাই ও ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়।

নি উজিল্যান্ড একাদশ: মার্টিন গুপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (সি), রস টেলর, জেমস নিশাম, টম ল্যাথাম (উইক), কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

ইংল্যান্ড একাদশ: জেসন রায়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (সি), বেন স্টোকস, জোস বাটলার (উইক), ক্রিস ওয়াক্স, লিয়াম প্লুনকেট, জোফরা আচার, আদিল রশিদ, মার্ক উড

মন্তব্য করুন