শ্বশুরবাড়িতে অবহেলা, গুলি করে পরিবারের ৬ জনকে হত্যা

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

ডেস্ক রিপোর্ট: শ্বশুরবাড়িতে নিজেকে অবহেলিত বোধ করায় এক ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তার পরিবারের ছয়জনকে হত্যা করার খবর পাওয়া গেছে।

থাইল্যান্ডে বর্ষবরণের এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। ঐ ব্যক্তি নিজের দুই সন্তানসহ পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যা করেছেন। এরপর নিজেও ঐ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন। এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

খবরে বলা হয়, সোমবার সুচিপ সোরনসাং নতুন বছর উদযাপন করতে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চুম্ফোনে তার শ্বশুরবাড়িতে যান।

ফাতো জেলার একটি বিউটি পার্লারে আয়োজিত অনুষ্ঠানটি চলার সময় সুচীপ ‘প্রচুর’ মদ্যপান করেন, এরই এক পর্যায়ে নিজের পিস্তল বের করে গুলি শুরু করেন বলে জানিয়েছে পুলিশ।

ফাতোর পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল লারপ কামপাপান জানিয়েছেন, নিহতরা সবাই সুচিপের পরিবারের সদস্য, এদের মধ্যে তার নয় বছর বয়সী ছেলে ও ছয় বছর বয়সী মেয়েও রয়েছে। এরপর নিজের পিস্তলের গুলিতেই আত্মহত্যা করেন সুচিপ।

নিহত বাকী চার জনের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ, তাদের বয়স ৪৭ থেকে ৭১ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন