সাংসদ বিশ্বকাপে ফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০১৯

ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে পাকিস্তানের বিপক্ষে বোলিং করছে বাংলাদেশ সংসদীয় টিম। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান করেছে বাংলাদেশ দল। জবাবে ১০৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে পাকিস্তান।

এর আগে আজ শুকবারেই সেমিফাইনালে ইংল্যান্ডকে ৩৭ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের এমপিরা। সেমিফাইনালে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে বাংলাদেশ। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান করতে পারে ইংল্যান্ড। বাংলাদেশ জয় পায় ৩৭ রানে।

বাংলাদেশ দলে রয়েছেন: সংসদ সদস্য মোহাম্মদ শাহরিয়ার আলম, জাহিদ আহসান রাসেল, নাজমুল হাসান পপন, আবদুল্লাহ আল ইসলাম জাকব, নাঈমুর রহমান দুরজয়, নাহিম রাজ্জাক, জুয়েল আরেং, মোহাম্মদ আনোয়ারুল আজিম, জুনায়েদ আহমেদ পালাক, শেখ তানময়, চটু মনির, আনোয়ারুল আবেদীন খান তুহিন, নুরুন্নবী চৌধুরী শাওন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, আহসান আদেলুর রহমান আদিল, মো সঞ্জর হোসেন, মো. শফিকুল ইসলাম শিমুল, ফাহিম গুলন্দাজ বাবেল, মোহাম্মদ আয়েন উদ্দিন ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

/এসএস

মন্তব্য করুন