
বরিশাল-৫ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা নিয়ে প্রতিদ্বন্দিতা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। সারাদেশের মতো তিনিও অভিযোগ করেন বরিশাল-৫ আসনে ব্যাপক কারচুপি হয়েছে। হাতপাখা কর্মীদের সরকারী দলের লোকেরা মেরে আহত করেছে।
তিনি বলেন, এটি একটি প্রহসনের নির্বাচন। এমন নির্বাচনের কোনো প্রয়োজন ছিলো না। সুষ্ঠু নির্বাচন হলে হাতপাখা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হতো।
তিনি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কর্মীরা প্রচণ্ড ত্যাগ ও শ্রম দিয়েছে পুরো নির্বাচনজুড়ে। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। পাশাপাশি যারা আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, তাদের ব্যাপারেও সমবেদনা প্রকাশ করেন।
https://youtu.be/ZN2qb3nfI1Q