

প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছ থেকে হেরে বিশ্বকাপের চলতি আসর থেকে ছিটকে পড়েছে টিম ইন্ডিয়া। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ভারতের হারের পরই দেশটির বেশ কয়েকটি রাজ্যে ক্ষুব্ধ সমর্থকেরা রাস্তায় নেমে এসে মিছিল করেছেন।
তারা ক্রিকেটারদের ছবিতে আগুন ধরিয়ে দিয়ে নিজেদের রাগ ঝেড়েছেন। ভারতে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। ক্রিকেটারদের ছবি পোড়ানোই বরং মামুলি ব্যাপার। এর আগে ক্রিকেটারদের গাড়িবহরে ডিম ছোড়া থেকে শুরু করে বাড়িঘরে পর্যন্ত হামলা করা হয়েছে!
উল্লেখ্য, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে ২৪০ রান তাড়া করতে নেমে ৯২ রানে ৬ উইকেট হারিয়ে একসময় ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে ধোনি-জাদেজার মহাকাব্যিক ১১৬ রানের পার্টনারশিপে ভর করে লর্ডসে ফাইনালের দিকে অনেকটাই পা বাড়িয়ে দিয়েও শেষ পর্যন্ত তাদের বিদায় নিতে হয়েছে।
আইএ/পাবলিক ভয়েস