

আইসিসির এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট ছিলো ভারত। চ্যাম্পিয়ন হওয়া ভারতের জন্য সময়ের ব্যাপার ধরে নিয়েছিলো অনেকেই। গ্রুপ পর্ব থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সেমিফাইনালে যায় দলটি। কিন্তু প্রথম সেমিফাইনালে চতুর্থ সেমিফানালিস্ট নিউজিল্যান্ডের সাথে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের। শুধুমাত্র বিশ্বকাপের স্বপ্নভঙ্গের কারণেই নয়; ভারতীয়রা এদিন শিরোনাম হয় অন্য কারণেও। এদিন খেলা চলাকালে স্টেডিয়ামের গ্যালারি থেকে ৪ ভারতীয়কে গ্রেফতার করেছে ম্যানচেস্টার পুলিশ।
বেশ কয়েকজন শিখ সম্প্রদায়ের লোক ম্যাচ চলাকালীন তারা টি শার্টে রাজনৈতিক বার্তা নিয়ে ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারিতে হাজির হয়েছিলো। টি-শার্টে স্বাধীন ভূ-খণ্ডের দাবি লিখা ছিলো।
নিরাপত্তাকর্মীরা তাদেরকে তাৎক্ষণিক স্টেডিয়াম থেকে বের করে দেয় ও চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করে। এর আগেও ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের ওপর দিয়ে রাজনৈতিক বার্তা যুক্ত এয়াক্রাফট উড়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছিল আইসিসি ও আয়োজক কমিটি।
/এসএস