ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল গড়াল রিজার্ভ ডে তে

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৯

আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম সেমিফাইনাল খেলতে নামে ভারত-নিউজিল্যান্ড। যতাসময়ে ম্যাচ শুরু হয়। ম্যাচের প্রথম ইনিংস শেষের দিকে গড়ায়। যখন ৪৬.১ ওভার খেলা চলে তখন বৃষ্টি বাঘড়া দেয়। তাতেই বন্ধ হয় খেলা। তারপর থেকে শুরু হয় অপেক্ষা! ফের কখন শুরু হবে ম্যাচ? হলেও কত ওভারে?

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ক্যাপ্টেন উইলিয়ামসন।ব্যাট হাতে ইনিংসের উদ্ভোধন করতে আসেন নিয়মিত ওপেনার মার্টিন গাপটিল ও হেনরী নিকোলাস।ভারতের বোলিং ওপেন করেন ভুবেনেশ্বর কুমার। ইনিংসের প্রথম বলেই গাপটিলের আউট আবেদন করে ইন্ডিয়া টিম। কিন্তু আম্পায়ার তা আউট দেননি। ভারত রিভিউ নিয়েও সফল হননি। এমন জীবন পাওয়ার পরেও গাপটিল তার ইনিংস লম্বা করতে পারেনি। চতুর্থ ওভারে বুমরাহের বলে ব্যক্তিগত ১৪ বলে ১ রান করে ফিরে যান গাপটিল।

১ রানে ১ উইকেট হারিয়ে ক্যাপ্টেন উইলিয়ামসন ইনিংস মেরামতের চেষ্টা করেন। কিন্তু অপর পাশের নিকোলাস উইলিয়ামসনকে সঙ্গ দিতে ব্যর্থ হন।দলীয় ৬৯ রানে ফিরে যান। ক্রিজে আসে নতুন ব্যাটসম্যান রস টেইলর।টেইলরকে নিয়ে উইলিয়ামসন খেলতে থাকেন। তবে ব্যক্তিগত ৬৭ রানে ফিরে যান উইলিয়ামসন। এরপর একপাশ আগলে রাখেন টেইলর।টেইলর কে তেমন ভাবে সঙ্গ দিতে পারেনি নিশাম,গ্রান্ডহোমের কেউ। এরই মাঝে টেইলর তুলে নেয় তার অর্ধশতক। বৃষ্টি আসার আগ পর্যন্ত নিউজিল্যান্ড ৪৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে দলীয় ২১১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। খেলার বাকি অংশ হবে আগামীকাল রিজার্ভ ডে-তে। একই সময়ে একই মাঠে।যদি রির্জার্ভ ডে-তেও ম্যাচের নিষ্পত্তি না হয় তাহলে গ্রুপ পর্বের পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দল খেলবে স্বপ্নের ফাইনাল। গ্রুপ স্টেজের পয়েন্টে এগিয়ে আছে ভারত।

সংক্ষিপ্ত স্কোর:- নিউজিল্যান্ড : ২১১-৫(৪৬.১)

উইলিয়াসন-৬৭, টেইলর-৬৭  ভুবেশেশ্বর, বুমরাহ, চাহাল, পান্ডিয়া, জাদেজা সবাই ১ টি করে উইকেট নেন।

মন্তব্য করুন