

তামিম ইকবাল খান। বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার এবং উজ্জ্বল নক্ষত্রের নাম এবং বিশ্বমানের ক্রিকেটার। টিম বাংলাদেশের অনেক জয়ের নায়ক এই তামিম ইকবাল। আক্রমণাত্মক এই ওপেনার সম্প্রতি রক্ষণাত্মক হয়েছেন দলের প্রয়োজনেই এটা সবার জানা।চলমান বিশ্বকাপে বাংলাদেশ দলের সমর্থকদের অনেক প্রত্যাশা ছিলো তাঁর কাছে।কিন্তু তিনি সমর্থকের প্রত্যাশা পূরণে কিছুটা ব্যর্থ।
টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মোর্তজাকে নিয়ে সমালোচনা, বাংলাদেশ টিমকে নিয়ে সমালোচনা এবং বিশেষ করে যে নামটি সমালোচনার শীর্ষে তিনি তামিম ইকবাল খান।
সেমিফাইনালের লক্ষ্য নিয়ে ইংল্যান্ডে যাওয়া টাইগাররা ব্যর্থ হয়েছে টার্গেট পূরণে।২০১৫ বিশ্বকাপের পর থেকে ১৯ বিশ্বকাপের অাগ পর্যন্ত উড়ন্ত অবস্থায় ছিলেন তামিম।তাই টাইগার ভক্তরা তামিমের কাছে অাশা করেছিল অাকাশ চুম্বি।তামিম প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন বিশ্বকাপের মতো বড় আসরে।অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬২ রানের ইনিংস ছাড়া তামিমের ঝুড়িতে নাই বড় কোনো ইনিংস। তবে মাঝারি মানের দুই একটি ইনিংস দিয়ে দলীয় তৃতীয় রান সংগ্রাহক তামিম।তামিমের এমন ব্যর্থতায় ভুগেছে পুরো দল।
টাইগার সমর্থকদের বাধ বাদে এখানেই।ব্যাটে এমন রান খরা থাকায় সবচেয়ে বেশি সমালোচনার শিকার হয়েছেন এই তামিম। ব্যক্তি তামিমের পেশাদারিত্ব আঘাত হানেতাঁর পরিবারে। সমালোচনা এমন রূপ নেয় যার ফলে তামিম তার ফেসবুক ভেরিফাইড পেজটিও অানপাবলিশ করে দেন। তারপরও থামছে না তার সমালোচনা ঝড়।এখনও সমালোচনা চলছে সমর্থকদের ফেসবুক,টুইটার ও ইন্সটাগ্রামের মত সামাজিক সাইট গুলোতে।
এহেন পরিস্থিতিতে এবার তামিমে পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের তামিম ভক্ত ও টাইগার সমর্থকেরা। এরই পরিপ্রেক্ষিতে তামিমের ভক্ত ও টাইগার সমর্থকেরা সিলেটে নিরব প্রতিবাদ র্যালি’র আয়োজন করেছেন। করবেন মানববন্ধনও। সিলেট ক্রিকেটার্স সাপোটার্স এসোসিয়েশনের উদ্যোগে এমন আয়োজন করা হচ্ছে। আগামি ১১ জুলাই বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।নিরবতার সহিত শান্ত র্যালি বের করে টিকেট কাউন্টার সামনে লাক্কাতুড়া বাজারে এসে দাড়াবে।
তারপর সংগঠন সংশ্লিষ্ট সদস্যরা আবেগী ক্রিকেট সমর্থকদের উদ্দেশ্যে (যারা গালিগালাজ করে) কিছু পজেটিভ কথা বলা হবে এবং বাংলাদেশ টিম তামিমের হাত ধরে গত কয়েকবছর যাবত যত সাফল্য এনেছে আমাদের জন্য সব সমর্থকদের সামনে তুলে ধরা হবে।
পাবলিক ভয়েসকে বিষয়টি নিশ্চিত করে সিলেট ক্রিকেটার্স সাপোর্টস এসোসিয়েশনের সভাপতি সাদিকুর রহমান সুমন জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অন্ধ সমর্থকের বাজে আক্রমণের শিকার হচ্ছেন তামিম ইকবাল। তাঁকে সম্মান জানাতে, তাঁর গৌরবময় অবদানের কথা তুলে ধরতেই আমরা র্যালি ও মানববন্ধনের আয়োজন করেছি।