

জাইরা ওয়াসিম। বলিউড ছেড়ে দিয়ে যিনি তুমুল আলোচনায় আছেন এখন। নিজের জীবনের বিশাল অর্জন ও ভবিষ্যত সেলিব্রিটিত্বের জীবন ছেড়ে দিয়ে কেবল ধর্মপ্রেমে মত্ত হয়ে যিনি বলিউড ছেড়েছেন। একদম ঘোষণা দিয়ে নিজের ঈমান রক্ষার্থে বলিউড ছেড়েছেন বলেও বলেছেন তিনি। জনপ্রিয়তার চূড়ায় থেকে তার এই ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো ভারতীয় মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে দাড়িয়েছে।
সম্প্রতি জানা গেছে, ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগবস-এর আমন্ত্রন পেয়েছিলেন জাইরা ওয়াসিম কিন্তু সে আমন্ত্রণ তিনি বিনয়ের সাথে ফিরিয়ে দিয়েছেন। আমন্ত্রণে জাইরা ওয়াসিমকে দেড় কোটি রূপি অফার করা হয়েছিলো বলেও জানিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন উর্দূর খবরে বলা হয়, কয়েকদিন পরেই সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় শো বিগ বসের সিজন ১৩ শুরু হচ্ছে। বিগ বসের নতুন সিজনে অংশ নিতে জায়রা ওয়াসিমের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এর জন্য তাকে দেড়কোটি টাকাও অফার করা হয়েছে। কিন্তু অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে ব্যাপক আলোচিত এ কাশ্মীরি তরুণী তা প্রত্যাখ্যান করেছেন।