

ভয়েস স্পোর্টাস: বিশ্বকাপে বাংলাদেশের পারফর্মেন্স মিশ্র হলেও সাকিব আল হাসান ছিলেন অন্যন্য ও উজ্জ্বল। তাক লাগানো পারফর্মেন্স করে নজর কেড়েছেন বিশ্ববাসীর। গড়েছেন একের পর এক রেকর্ড। ৮ ম্যাচে ৫.৩৯ ইকোনমিতে ১১ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান। বিশ্বকাপের প্রথম পর্ব শেষে রান সংগ্রহের তালিকায় রয়েছেন তিনে। অলরাউন্ড পারফর্মেন্সে সেরা খেলোয়ার হওয়ার দৌঁড়ে রয়েছেন একধাপ এগিয়ে।
সদ্য সমাপ্ত বিশ্বকাপ সফর শেষে বাংলাদেশে ক্রিকেট দল দেশে ফিরলেও ফিরেননি সাকিব, মিরাজ, লিটন ও সাব্বির। এরম্যেধ সাকিব ও লিটন পাচ্ছেন লম্বা ছুটি। থাকছেন না সামনের শ্রীলঙ্কা সফরেও। বিশ্বকাপে সেরা অলরাউন্ডিং পারফর্মেন্স করা সাকিব আল হাসান ছুটি নিয়ে যাচ্ছেন পবিত্র হজ্বব্রত পালনে সৌদি আরবে। ইংল্যান্ড থেকেই সরাসরি হজ্বে চলে যাবেন সাকিব।
গতকাল রোববার (৭ জুলাই) ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ক্রিকবাজকে তিনি বলেন ‘টানা ম্যাচ খেলার কারণে সাকিব খুবই ক্লান্ত হয়ে পড়েছে। তাই সে কিছুদিনের জন্য বিশ্রাম চেয়েছে। আমি যতটুকু জানি, সে হজ পালন করতে যাবে’।
এদিকে চলতি মাসেই বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে যাবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ২৫, ২৭ ও ২৯ জুলাই দেশটির রাজধানী কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এই সিরিজে সাকিবের মতোই ছুটিতে থাকবেন মাহমুদ উল্লাহ রিয়াদ ও লিটন দাস। বিশ্বকাপের আগে বিয়ে করায় লিটন দাস ও ইনজুরির কারণে রিয়াদকে এ বিশ্রাম দেয়া হয়েছে বলে জানা গেছে।
/এসএস/মারুফমুনির/পাবলিক ভয়েস/