

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। টুর্নামেন্ট শেষে দেশে ফিরে করাচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে অসংখ্য প্রশ্নবান ধেয়ে আসে সরফরাজের দিকে। প্রশ্ন করার সময় পাকিস্তানের এক নারী সাংবাদিক বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সম্পর্কে ‘বাঙ্গাল’ শব্দ উচ্চারণ করায় সরফরাজ তার প্রতিবাদ করেন।
সেই নারী সাংবাদিক প্রশ্ন করেন, ‘বাঙ্গালদের বিপক্ষে শোয়েব মালিককে কেন টিম ম্যানেজমেন্ট একটা বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দেয়নি?’ এমন প্রশ্নের জবাবে পাকিস্তান অধিনায়ক জানান, ‘অনুগ্রহ করে এই শব্দটি আর উচ্চারণ করবেন না। এটা আপনার জন্য একটা ইস্যু হতে পারে সামাজিক মাধ্যমে। সারফারাজ বলেন, আমি মনে করি আপনার ‘বাংলাদেশ’ বলা উচিৎ। আপনি আপত্তিকর শব্দ ব্যবহার করছেন।’
উল্লেখ্য, বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ দলকে বহনকারী বিমানের ফ্লাইটটি রবিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ টিম ফিরলেও সাকিব, মিরাজ, লিটন ও সাব্বির আসছেন না। ছুটি কাটিয়ে তারা পরে ফিরবে। তবে কবে ফিরবে সেটা এখনো জানা যায়নি।
আইএ/পাবলিক ভয়েস