

বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি মধ্যপ্রদেশের ইন্দোরে এক অনুষ্ঠানে মোদী সরকারকে লক্ষ্য করে বলেন, এখন কেন্দ্রের সরকারের বিরুদ্ধে যেই কথা বলছে, তার বিরুদ্ধে দেশদ্রোহী তকমা বসিয়ে দেওয়া হচ্ছে৷ কোন দেশের সরকার নির্ভুল হতে পারেনা৷ তাকে সমালোচনা শোনার ক্ষমতা রাখতে হবে৷ কিন্তু ভারতের বিজেপি সরকার সেই সমালোচনা সহ্য করতে পারে না৷ ভারতীয় সংবাদ মাধ্যমের খবর। শাবানা বলেন দেশের স্বার্থে প্রশ্ন তোলা উচিত৷ সেই প্রশ্নের জবাব দিতে বাধ্য সরকার৷ কিন্তু মানুষের স্বাধীনতা হরণ করা হচ্ছে৷ স্বাধীনভাবে কথা বলার জায়গাটা বন্ধ করে দেওয়া হচ্ছে সুকৌশলে৷ যদি কেউ কেন্দ্র সরকারের ত্রুটি বা ভুল নিয়ে কথা বলে, তবে কি সে দেশদ্রোহী? প্রশ্ন এই স্পষ্টবক্তা অভিনেত্রীর৷তবে এদি অনুষ্ঠানে কোনও রাজনৈতিক দলের নাম করেননি শাবানা৷
সুত্রের খবরে বলা হয়, এর আগেও একাধিকবার মোদী সরকারের বিরুদ্ধে তাকে সরব হতে দেখা গিয়েছে৷ এদিন তিনি বলেন দেশভক্তি দেখানোর জন্য কোনও দলের সার্টিফিকেটের দরকার নেই তার৷ সাধারণ মানুষের কাছে তার আবেদন ভয় না পেয়ে সত্যিটা সামনে আনুন৷ প্রয়োজনে একজোট হয়ে কথা বলুন, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন৷ কারণ গণতন্ত্রের মৌলিক অধিকার বাক স্বাধীনতা৷এই প্রেক্ষিতে শাবানা বলেন, এ দেশে তিনি জন্মেছেন, এখানেই তার মৃত্যু হবে। দেশ ছাড়ার কোনও পরিকল্পনা তার নেই, বলে জানান শাবানা আজমি। এই ভুয়ো খবর যারা প্রচার করছেন, তাদের তীব্র নিন্দা করে শাবানা বলেন, নিজেদের সঙ্গে অন্যদের মত না মিললেই এক ধরনের মানুষ এই সব ভুয়ো খবর ছড়ান, যা বিদ্বেষমূলক ও হাস্যকর।
আইএ/পাবলিক ভয়েস