দেশে ফিরেছে টিম ক্রিকেট বাংলাদেশ

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৯

ভয়েস স্পোর্টস: বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ দলকে বহনকারী বিমানের ফ্লাইটটি আজ রবিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে  লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিট) এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবে দল। যাত্রাপথে দুবাইতে ট্রানজিট করে পরে ঢাকায় আসবেন টাইগাররা। তবে বাংলাদেশ টিম কালকে ফিরলেও সাকিব, মিরাজ, লিটন  ও সাব্বির আসছেন না। ছুটি কাটিয়ে তারা পরে ফিরবে। তবে কবে ফিরবে সেটা এখনো জানা যায়নি।

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের সাথে ৯৪ রানে বাংলাদেশ। এর আগে ভারতের সাথে ২৮ রানে হেরে সেমিফাইনালের সম্ভবনা শেষ হয় টাইগারদের। বিশ্বকাপে মোট ৯ ম্যাচে ৩ ম্যাচের জয় পায় বাংলাদেশ। এছাড়া শ্রীলঙ্কার সাথে একমাত্র ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায় এবং বাকী ৫ ম্যাচ পরাজয় বরণ করে বাংলাদেশ।

বিশ্বকাপে দূর্দান্ত শুরু বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয় সর্বোচ্চ ৩৩০ রানের রেকর্ড গড়ে ২১ রানের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা। এরপর নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ হারে বাংলাদেশ। চতুর্থ বৃষ্টিতে ভেস্তে যায়। পঞ্চম ম্যাচে ওয়েস্টি ইনিডজের বিপক্ষে ফের রেকর্ড সর্বোচ্চ ৩২২ রানের টার্গেট তাড়া করে ৭ উইকেটের জয় পায় টাইগাররা।

এরপর ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে হেরে গেলেও দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ৩৮১ রানের জবাবে ৩৩ রান করে বাংলাদেশ। সপ্তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানে বড় জয় দিয়ে সেমিফাইনালের সম্ভাবনা জাগিয়ে তোলে। কিন্তু নিজেদের অষ্ট ম্যাচে ভারতের সাথে ২৮ রানের হেরে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। এরপর নিজেদের শেষ ও নবম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯৪ রানের হার দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করে টাইগাররা।

/এসএস

মন্তব্য করুন