আফ্রিকার সাথে হেরে পয়েন্ট টেবিলের ২-এ অস্ট্রেলিয়া, সেমি প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপ ক্রিকেট

প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৯

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের ২-থেকেই বিশ্বকাপের প্রথম পর্ব শেষ করলো অস্ট্রেয়িলা। দক্ষিণ আফ্রিকার দেয়া ৩২৬ রানের টার্গেটে ৩১৫ রানেই গুটিয়ে যায় অজিদের ইনিংস। তীরে এসে তরী ডুবা অস্ট্রেলিয়া ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে অলআউট হয়ে মাঠ ছাড়ে।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে ৩২৫ রান করে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের পুরো সময়টা বিবর্ণ কাটলেও শেষ ম্যাচে যেন চিরচেনা রুপ ফিরে পায় দক্ষিণ আফ্রিকা। এদিন ব্যাট করতে নেমে শুরু থেকেই অস্ট্রেয়িলান বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে। এইডেন মার্করাম ৩৪ রানে আউট হয়ে গেলেও হাফ সেঞ্চুরি করে ফিরেন কুইন্টন ডি কক। ৫১ বলে করেন ৫২ রান। অধিনায় ডু প্লেসিস করেন ৯৪ বলে সোজা ১০০ রান। এছাড়া রাসিভেন দার ডুসেন করেন ৯৭ বলে ৯৫ রান। সব মিলিয়ে ৬ উইকেটে আফ্রিকানদের সংগ্রহ দাঁড়ায় ৩২৫। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ও নাথান লায়ন ২টি করে উইকেট নেন। এছাড়া জেসন বেহরেনডরফ ও  প্যাট কামিন্স ১টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫ রানের মাথায় ব্যক্তিগত ৩ রানে সাজ ঘরেন ফিরেন অধিনায়ক কাম ওপেনার অ্যারোঞ্চ ফিঞ্চ।  অন্যদিকে ডেভিড ওয়র্নারের (সেঞ্চুরি ১১৭ বলে ১২২ রান) ও লোয়ার অর্ডারে অ্যালেক্স ক্যারির ৮৫ রান ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে পারেনি। শেষ পর্যন্ত

এদিকে দক্ষিণ আফ্রিকার সাথে হেরে পয়েন্ট টেবিলের ২-এ নেমে এসেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে দিনের অপর ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে শীর্ষে চলে এসেছে ভারত। ফলে আগামী ৯ জুলাই ১-৪, ২-৩ তিন ফরমেট অনুযায়ী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত এবং ১১ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া।

/এসএস

মন্তব্য করুন