শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে ভারত

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৯

ভয়েস স্পোর্টস: বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে ভারত। লঙ্কানদের দেয়া ২৬৫ রানের টার্গেটে খেলতে নেমে ৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এরইমধ্যে সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত। এই ম্যাচের জয় দিয়ে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছ দলটি।

এর আগে টসে জিতে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ১১৩ রান করেন এঞ্জেলা ম্যাথিউজ। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান করেন লাহিরু থিরিমান্নে। ভারতের পক্ষে জাসপ্রিত ভুমরা ৩টি উইকেট নেন। ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডে, রবিন্দ্র যাদেজা ও কুলদিপ নায়ার ১টি করে উইকেট নেন।

জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। দলের পক্ষে দুই ওপেনারেই সেঞ্চুরি করেন। লোকেশ রাহুল ১১১ এবং রোহিত শর্মা করেন ১০৩ রান। কোহলি ৩৪ ও পান্ডে ৭ রানে অপরাজিত চিলেন। লঙ্কানদের পক্ষে লাসিথ মালিঙ্গা, ইসুরু উদানা ও কাসুন রাজিথা ১টি করে উইকেট নেন।

দিনের অপর খেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়া জিততে পারলে শীর্ষে চলে আসবে অজিরা। তখন সেমিফািইনালে অজিরা মুখোমুখি হবে ইংল্যান্ডের। ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। অন্যদিকে অস্ট্রেলিয়া জিততে পারলে সমীকরণটা উল্টে যাবে। চূড়ান্ত চারের এই পর্বে শীর্ষ চার দলের ১-৪ ও ২-৩ নং দল পরস্পর মুখোমুখি হবে।  সেমিফাইনালের প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ ও চতুর্থ দল নিউজিল্যান্ড মুখোমুখি হবে ৯ জুলাই ওল্ড ট্রাফোডে। দ্বিতীয় ম্যাচে পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় দল ইংল্যান্ড মুখোমুখি হবে ১১ জুলাই এজবাস্টনে।

/এসএস

মন্তব্য করুন