

শেষ ম্যাচে জয় নিয়ে বিশ্বকাপের ইতি টানতে চাইলেও হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের সাথে নিজেদের শেষ ম্যাচে আজ ৯৪ রানে হেরেছে মাশরাফি বাহিনী। পাকিস্তানের দেয়া ৩১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৪.১ ওভার খেলে ২২১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেছেন সাবিক আল হাসান। এছাড়া আর কেউ তেমন বড় ইনিংস খেলতে পারেননি।
পাকিস্তানের পক্ষে শাহীন আফ্রিদি একাই নিয়েছেন ৬টি উইকেট। এছাড়া সাদাব খান ২টি, মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ নেন ১টি করে উইকেট।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩১৫ রান করে পাকিস্তান। দলের পক্ষে ইমাম উল হক সর্বোচ্চ ১০০ বলে ১০০ এবং বাবর আজম করেছেন ৯৮ বলে ৯৬ রান। এছাড়া ইমাদ ওয়াসিম করেছেন ২৬ বলে ৪৩ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। তবে ১০ ওভার বল করে রান দিয়েছেন ৭৫। এছাড়া ৯ ওভারে ৭৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। পূর্ণ ১০ ওভার করে সর্বনিম্ন ৩০ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ।
এদিকে দুই দলেরই ইতোমধ্যে সেমিফাইনালে যাওয়ার শেষ প্রদীপ নিভে গেছে। বাংলাদেশ হেরেছে ভারতের বিপক্ষে অন্যদিকে নিউজিল্যান্ড হেরেছে ইংল্যান্ডের বিরুদ্ধে। ফলাফলে পাকিস্তান-বাংলাদেশ দুই দলই নিজেদের শেষ ম্যাচের আগে সেমিফােইনালিস্ট সম্ভাব্য তালিকা থেকে বাদ পড়ে যায়। ফলে দুই দলই এই ম্যাচ খেলে নিজ নিজ দেশের ফ্লাইট ধরবে। সেজন্য আজকের ম্যাচটি দুই দলের জন্যই মান রক্ষার লড়াই ছিলো। তবে আজকের ম্যাচ জিততে পারলে পাকিস্তানকে টপকে পয়েন্ট টেবিলের ৫-এ থেকে বিশ্বকাপ মিশন শেষ করার সুযোগ ছিলো বাংলাদেশের।
/এসএস