

নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। ইতোমধ্যে দুই দলেরই সেমিফাইনালে যাওয়ার শেষ প্রদীপ নিভে গেছে। দুই দলই এই ম্যাচ খেলে নিজ নিজ দেশের ফ্লাইট ধরবে।
নিজেদের শেষ ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়ে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। বিশ্বকাপের শুরর দিকে বিবর্ণ পাকিস্তান শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছিলো। আজকের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিলো যদি ইংল্যান্ড আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যেতো। কিন্তু ইংল্যান্ড নিজেদের কোনো সমীকরণে মারপ্যাচে না রেখে জয় নিয়েই পৌঁছে গেছে সেমিফাইনালে। অন্যদিকে আজকে পাকিস্তান এবং গত ম্যাচে ভারতকে হারাতে পারলে সেমির স্বপ্ন বেঁচে থাকতো বাংলাদেশেরও। ভারতের সাথে হেরে আগেই সেটা শেষ হয়ে গেছে। সেজন্য আজকের ম্যাচটি দুই দলের জন্যই মান রক্ষার লড়াই। তবে আজকের ম্যাচ জিততে পারলে পাকিস্তানকে টপকে পয়েন্ট টেবিলের ৫-এ থেকে বিশ্বকাপ মিশন শেষ করতে পারবে বাংলাদেশ।
এদিকে বাংলাদেশ দলে আজ দুটি পরিবর্তন এসেছে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মাহমুদ উল্লাহ রিয়া, বাদ পড়েছেন সাব্বির রহমান। অন্যদিকে রুবেলের পরিবর্তে দলে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ।
/এসএস