

সৌদি আরবে একটি কনসার্টে গান গাইবেন বিতর্কিত মার্কিন র্যাপ শিল্পী নিকি মিনাজ। আগামী ১৮ জুলাই কিং আবদুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামে ওই কনসার্টের আয়োজন করা হচ্ছে। নিকি মিনাজের মতো বিতর্কিত শিল্পীকে দিয়ে কনসার্টের আয়োজন করায় দেশটিতে ইতোমধ্যে তুমুল সমালোচনা শুরু হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, স্থানীয় সময় ৩ জুলাই বুধবার কনসার্টের আয়োজকদের পক্ষ থেকে এমন ঘোষণা এসেছে। খবরে বলা হয়, কনসার্টে মদ নিষিদ্ধ থাকবে। এ ছাড়া নারীদের পরিধান করতে হবে আবায়া (এক ধরনের ঢিলেঢালা লম্বা পোশাক)। নারীদের আবায়া পরার এমন নির্দেশনাই দিয়েছে আয়োজকরা।
তবে এটা নিয়েও শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনদের মন্তব্য, নিকি মিনাজের সব গান-ই যৌন উত্তেজক কথা-বার্ত এবং অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গিতে পরিপূর্ণ। নিকি মিনাজের গান মানেই নোংরামি আর অশ্লিলতা। আর সেখানেই নাকি নারীদের আবায়া পরতে বলা হয়েছে। আবায়া পরা ভদ্র মহিলারা নিকি মিনাজের গান শুনে না বলেও অনেকে মন্তব্য করেন।
প্রসঙ্গ, মার্কিন র্যাপ শিল্পী নিকি মিনাজের অধিকাংশ গান যৌনতায় ভরপুর। অশ্লিল কথা-বার্তা এবং মিউজিক ভিডিওগুলিতে খোলামেলা পোশাকে অশ্লিল অঙ্গভঙ্গির কারণে ব্যাপক সমালোচিত এ শিল্পী।
এসএস