বাংলাদেশকে ২৮ রানে হারিয়েছে ভারত

বিশ্বকাপ ক্রিকেট

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৯

বাংলাদেশের বিপক্ষে ২৮ রানের ঘাম ঝড়ানো জয়ে পেয়েছে ভারত। জয়ের জন্য খেলতে নেমে মাত্র ৩৯ রানেই উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ২২ রান করে আউট হয়ে সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। ৩৩ রান করে আউট হয়ে যান সৌম্য সরকারও। এরপর ২৪ ও ২২ রানে মুশফিক-লিটন আউট হয়ে গেলে সাকিব আল হাসান কিছুটা হাল ধরেন। কিন্তু ৭৪ বলে ৬৬ রান করে সাকিব আউট হয়ে গেলে কিছু সময়ের জন্য সব আশা নিরাশা হয়ে যায়। মোসাদ্দেক আউট হন মাত্র ৩ রানে।

এরপর সাব্বির রহমান আর সাইফুদ্দিনের ব্যাটে ফের আশা দেখতে থাকে বাংলদেশ। ৩৬ বলে ৩৬ রান করে সাব্বির আউট হয়ে গেলে আবারো কিছু সময়ের জন্য থমকে যায় বাংলাদেশ। কিন্তু রুবেলকে সঙ্গে নিয়ে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন মোহাম্মদ সাইফুদ্দিন। ফাঁকে ৫ বলে ১ ছক্কায় ৮ করে আউট হন ক্যাপ্টেন মাশরাফি। ১১ বলে ৯ রানে রুবেল হোসেন আউট হওয়ার আগ পর্যন্ত জয়ের আশা ছিলো। কিন্তু শেষ পর্যন্ত রুবেলের পর মোস্তাফিজ এসে প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়েন। ভারতের বিপক্ষে ৩১৫ রানের টার্গেটে ২৮৬ রানে অলআউটের মধ্য দিয়ে সেমিফাইনালে যাওয়ার সব আশা শেষ হয় বাংলদেশের।

ভারতের পক্ষে জাসপ্রিত ভুমরা নেন ৪টি উইকেট। হার্দিক পান্ডে নেন ৩ উইকেট। এছাড়া ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি ও ইয়ুভেন্দ্র চাহাল নেন ১টি করে উইকেট।

এর আগে ইনিংসের লাস্ট বলে মোস্তাফিজের উইকেট শিকারের মধ্য দিয়ে ৯ উইকেটে ৩১৪ রানে ভারতের ইনিংস। ভারতীয়দের ৯ উইকেটের মোস্তাফিজ একাই শিকার করলেন ৫ উইকেট, সেই সাথে একটি রান আউটও।

টসে জিতে ব্যাট করতে নামা ভারতের রানের চাকা কিছুত্বে থামতে পারছিলেন না বাংলাদেশি বোলররা। সেই সাথে মিস ফিল্ডিংয়ের কারণে উইকেটও যেন অধরাই ছিলো। দলীয় ১৮০ রানের মাথায় ৯২ বলে ১০৪ রান করা রোহিত শর্মাকে সাজঘরে ফেরান সৌম্য সরকার। ১৯৫ রানের মাথায় ফের আঘাত হানেন রুবেল হোসেন। ৭৭ রানে ফেরান লোকেশ রাহুলকে।

এরপর রিসাব প্যান্টকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ভিরাট কোহলি। ৩৯ ওভারে বল করতে আসেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ওভারের দ্বিতীয় বলেই রুবেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৬ রান করা ভিরাট কোহলি। চতুর্থ বলে ফের আঘাত হানেন মোস্তাফিজ। এবার শিকার করেন হার্দিক পান্ডিয়াকে। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন হার্দিক পান্ডে।

রিসাব প্যান্টকে ৪৮ রানে ফেরান সাকিব আল হাসান। এরপর আর কেউ উইকেট পাননি। শেষ চার উইকেটের চারটি উইকেটই বলা যায় মোস্তাফিজ নিয়েছেন। ৩টি নিয়েছেন নিজে বল করে। মুশফিকের সহায়তায় ১টি করেছেন রান আউট। সব মিলিয়ে ১০ ওভার বল করে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নেন মোস্তাফিজ। রুবেল, সাকিব সৌম্য নেন ১টি করে উইকেট।

/এসএস

মন্তব্য করুন