

ভয়েস স্পোর্টস: শিরোনাম দেখে ভ্রু কুঁচকাতে পারেন অনেকেই। কেননা সবাই জানে মোস্তাফিজ আজকে ৫ উইকেট নিয়েছে ভারতের বিপক্ষে। ১০ ওভারে ৫৯ রানের বিনিময়ে ৫ উইকেট; এমন পরিসংখ্যানই আছে মোস্তাফিজের নামের পাশে। তাহলে শিরোনামে ৬ উইকেট কেন? উত্তর আছে। বল হাতে মোস্তাফিজ ৫ উইকেট নিলেও মুশফিকুর রহিমের সহায়তায় রান আউটও করেছেন ১টি। যেটায় মোস্তাফিজের অবদানই বেশি। এজন্য ৫ এর সাথে ১ যোগ করলে দাঁড়ায় ৬ উইকেট। যা আজকের ম্যাচে ভারতের বিপক্ষে কাটার মাস্টারের শিকার।
সেবার হোম সিরিজে এসে বাংলাদেশের কাছে নাকানি-চুবানি থাওয়া ভারতের সামনে তখন মূর্তিমান আতঙ্ক ছিলো মোস্তাফিজুর রহমান। সেই আতঙ্ক আর মোস্তাফিজ ভীতি যে এখনো কাটেনি ভারতীয় শিবিরে তা আরো স্পষ্ট হয়ে ধরা দিলো বিশ্বকাপের মতো প্রদর্শনীর সেরা মঞ্চে।। বিশ্বকাপে আজ মুখোমুখি ম্যাচে উড়ন্ত গতিতে ছুটে চলা ভারতে শেষ পর্যন্ত থামালেন মোস্তাফিজই। শুরুতে যেভাবে ব্যাট করেছিলো তাতে মনে হয়েছিলো সাড়ে তিনশো পেরিয়ে চারশো রান ছুঁয়ে ফেলবে ভারত। কিন্তু শেষ পর্যন্ত লাস্ট বলেও মোস্তাফিজের উইকেট শিকারের মধ্য দিয়ে ৯ উইকেটে ৩১৪ রানে ভারতের ইনিংস। ভারতীয়দের ৯ উইকেটের মোস্তাফিজ একাই শিকার করলেন ৫ উইকেট, সেই সাথে একটি রান আউটও।
এর আগে টসে জিতে ব্যাট করতে নামা ভারতের রানের চাকা কিছুত্বে থামতে পারছিলেন না বাংলাদেশি বোলররা। সেই সাথে মিস ফিল্ডিংয়ের কারণে উইকেটও যেন অধরাই ছিলো। দলীয় ১৮০ রানের মাথায় ৯২ বলে ১০৪ রান করা রোহিত শর্মাকে সাজঘরে ফেরান সৌম্য সরকার। ১৯৫ রানের মাথায় ফের আঘাত হানেন রুবেল হোসেন। ৭৭ রানে ফেরান লোকেশ রাহুলকে।
এরপর রিসাব প্যান্টকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ভিরাট কোহলি। ৩৯ ওভারে বল করতে আসেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ওভারের দ্বিতীয় বলেই রুবেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৬ রান করা ভিরাট কোহলি। চতুর্থ বলে ফের আঘাত হানেন মোস্তাফিজ। এবার শিকার করেন হার্দিক পান্ডিয়াকে। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন হার্দিক পান্ডে।
রিসাব প্যান্টকে ৪৮ রানে ফেরান সাকিব আল হাসান। এরপর আর কেউ উইকেট পাননি। শেষ চার উইকেটের চারটি উইকেটই বলা যায় মোস্তাফিজ নিয়েছেন। ৩টি নিয়েছেন নিজে বল করে। একে একে শিকার করেছেন এমএস ধোনি, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার (রান আউট) ও মোহাম্মদ সামি। রান আউট করেছেন মুশফিকুর রহিমের সহায়তায়। সেজন্য রান আউটের পাশে মুশফিক/মোস্তাফিজের নাম যৌথভাবে লিখেছে ক্রিকবাজ। সব মিলিয়ে ১০ ওভার বল করে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নেন মোস্তাফিজ। রুবেল, সাকিব সৌম্য নেন ১টি করে উইকেট।
এর আগে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়ে ভারত। স্থানীয় সময় সাড়ে ১০টায় এডবাস্টনে শুরু হওয়া ভারত-বাংলাদেশের হাই ভোল্টেজের এ খেলায় হার জিতে ঘুরে যেতে পারে সেমিফাইনালের দৃশ্যপট। ভারত ইতোমধ্যে নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। বাংলাদেশকে সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে আজকে ভারতকে অবশ্যই হারাতে হবে।
/এসএস