

ভয়েস স্পোর্টস: ভারতে বিপক্ষে জয়ের জন্য টাইগারদের দরকার ৩১৫ রান। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৪ রানে থেমেছে ভারতের ইনিংস। ভারতের শুরুটা যেভাবে হয়েছিলো তাতে মনে হয়েছে রান গিয়ে ৪০০ রানের কাছাকাছি। শেষ পর্যন্ত তা আর হয়নি, ইনিংস থেমেছে ৩১৪ রানে। থামিয়েছেন মোস্তাফিজুর রহমান। জয়ের জন্য ব্যাট করতে মাঠে নেমেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।
সেবার হোম সিরিজে ধবল ধোলাই খাওয়া ভারতের সামনে তখন মূর্তিমান আতঙ্ক ছিলো মোস্তাফিজুর রহমান। সেই আতঙ্ক আর মোস্তাফিজ ভীতি এখনো কাটেনি ভারতীয় শিবিরে। বিশ্বকাপে আজ মুখোমুখি ম্যাচে উড়ন্ত গতিতে ছুটে চলা ভারতে শেষ পর্যন্ত থামালেন মোস্তাফিজই। শুরুতে যেভাবে ব্যাট করেছিলো তাতে মনে হয়েছিলো সাড়ে তিনশো পেরিয়ে চারশো রান ছুঁয়ে ফেলবে ভারত। কিন্তু শেষ পর্যন্ত লাস্ট বলেও মোস্তাফিজের উইকেট শিকারের মধ্য দিয়ে ৯ উইকেটে ৩১৪ রানে ভারতের ইনিংস। ভারতীয়দের ৯ উইকেটের মোস্তাফিজ একাই শিকার করলেন ৫ উইকেট, সেই সাথে একটি রান আউটও।
এর আগে টসে জিতে ব্যাট করতে নামা ভারতের রানের চাকা কিছুত্বে থামতে পারছিলেন না বাংলাদেশি বোলররা। সেই সাথে মিস ফিল্ডিংয়ের কারণে উইকেটও যেন অধরাই ছিলো। দলীয় ১৮০ রানের মাথায় ৯২ বলে ১০৪ রান করা রোহিত শর্মাকে সাজঘরে ফেরান সৌম্য সরকার। ১৯৫ রানের মাথায় ফের আঘাত হানেন রুবেল হোসেন। ৭৭ রানে ফেরান লোকেশ রাহুলকে।
এরপর রিসাব প্যান্টকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ভিরাট কোহলি। ৩৯ ওভারে বল করতে আসেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ওভারের দ্বিতীয় বলেই রুবেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৬ রান করা ভিরাট কোহলি। চতুর্থ বলে ফের আঘাত হানেন মোস্তাফিজ। এবার শিকার করেন হার্দিক পান্ডিয়াকে। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন হার্দিক পান্ডে।
রিসাব প্যান্টকে ৪৮ রানে ফেরান সাকিব আল হাসান। এরপর আর কেউ উইকেট পাননি। শেষ চার উইকেটের চারটি উইকেটই বলা যায় মোস্তাফিজ নিয়েছেন। ৩টি নিয়েছেন নিজে বল করে। মুশফিকের সহায়তায় ১টি করেছেন রান আউট। সব মিলিয়ে ১০ ওভার বল করে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নেন মোস্তাফিজ। রুবেল, সাকিব সৌম্য নেন ১টি করে উইকেট।
এর আগে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়ে ভারত। স্থানীয় সময় সাড়ে ১০টায় এডবাস্টনে শুরু হওয়া ভারত-বাংলাদেশের হাই ভোল্টেজের এ খেলায় হার জিতে ঘুরে যেতে পারে সেমিফাইনালের দৃশ্যপট। ভারত ইতোমধ্যে নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। বাংলাদেশকে সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে আজকে ভারতকে অবশ্যই হারাতে হবে।
/এসএস