কোহলি-পান্ডেকে ফেরালো মোস্তাফিজ

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৯

কোহলি-পান্ডিয়াকে সাজঘরে পাঠিয়ে চালকের আসনে থাকা ভারতকে চেপে ধরেছেন মোস্তাফিজ। টসে জিতে ব্যাট করতে নামা ভারতের রানের চাকা কিছুত্বে থামতে পারছিলেন না বাংলাদেশি বোলররা। সেই সাথে মিস ফিল্ডিংয়ের কারণে উইকেটও যেন অধরাই ছিলো। দলীয় ১৮০ রানের মাথায় ৯২ বলে ১০৪ রান করা রোহিত শর্মাকে সাজঘরে ফেরান সৌম্য সরকার। ১৯৫ রানের মাথায় ফের আঘাত হানেন রুবেল হোসেন। ৭৭ রানে ফেরান লোকেশ রাহুলকে।

এরপর রিসাব প্যান্টকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ভিরাট কোহলি। ৩৯ ওভারে বল করতে আসেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ওভারের দ্বিতীয় বলেই রুবেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৬ রান করা ভিরাট কোহলি। চতুর্থ বলে ফের আঘাত হানেন মোস্তাফিজ। এবার শিকার করেন হার্দিক পান্ডিয়াকে। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরন হার্দিক পান্ডে।

এর আগে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়ে ভারত। স্থানীয় সময় সাড়ে ১০টায় এডবাস্টনে শুরু হওয়া ভারত-বাংলাদেশের হাই ভোল্টেজের এ খেলায় হার জিতে ঘুরে যেতে পারে সেমিফাইনালের দৃশ্যপট। ভারত ইতোমধ্যে নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। বাংলাদেশকে সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে আজকে ভারতকে অবশ্যই হারাতে হবে।

/এসএস

মন্তব্য করুন