টসে জিতে ব্যাট করছে ভারত, বাংলাদেশ একাদশে রুবেল-সাব্বির

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৯

বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়ে ভারত। স্থানীয় সময় সাড়ে ১০টায় এডবাস্টনে শুরু হওয়া ভারত-বাংলাদেশের হাই ভোল্টেজের এ খেলায় হার জিতে ঘুরে যেতে পারে সেমিফাইনালের দৃশ্যপট। ভারত ইতোমধ্যে নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। বাংলাদেশকে সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে আজকে ভারতকে অবশ্যই হারাতে হবে।

বাংলাদেশ ও পরবর্তী ম্যাচ শ্রীল্কার সাথে হারলেও ভারতের আর কোনা শঙ্কা নেই। এমন সমীকরণে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার চিন্তাও নেই ভারতীয় শিবিরে। জয়ের জন্যই মাঠে নেমেছে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের জন্য সহজ সিদ্ধান্তই বলা যায়। ভারত চাইবে বড় স্কোর গড়ে বাংলাদেশকে খেলার শুরুতেই স্নায়ু চাপে রাখা।

এদিকে জটিল সমীকরণের এই ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না দলের অন্যতম সেরা খেলোয়ার মাহমুদ উল্লাহ রিয়াদকে। রিয়াদের জায়গায় দলে ফিরেছেন সাব্বির রহমান। এছাড়াও আজকের ম্যাচে দলে ফিরেছেন রুবেল হোসেন। নেই মেহেদি হাসান মিরাজ বা মোহাম্মদ মিঠুন।

/এসএস

মন্তব্য করুন