

ভয়েস স্পোর্টস: অনেকটা নিয়ম রক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা। উন্ডিজরা টসে জিতে লঙ্কানদের ব্যাট করতে পাঠাতে নির্ধারিত ওভারে ৩৩৮ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ৩১৫ রানে থামে উইন্ডিজদের ইনিংস।
এদিকে দুই দলেরই সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে গেছে। তবুও নিয়মানুযায়ী নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছিলো শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ।
৩৩৯ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি টি-টোয়েন্টির ফেরিওয়ালাদের। মাত্র ২২ রানেই দুই উইকেট হারিয়ে বসে উইন্ডিজরা। সুনিল আম্রিস আর শাই হোপ ৫ করে আউট হয়ে গেলে কিছুটা আশা জাগিয়ে তোলেন ক্রিস গেইল। কিন্তু ৪৮ বলে ৩৫ রান করে গেইলও চলে যান সাজঘরে।
২৯ রানে হেটমেয়ার আউট হয়ে গেলে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে মাত্র ৮৪ রান। ৩৩৯ রানের টার্গেটে যা নিতান্তই নগন্য। এরপর নিকোলাস পুরান এসে দলের হাল ধরেন। আউট হওয়ার আগে করে যান ১০৩ বলে ১১৮ রান। নিকোলাসের সেঞ্চুরি কিছুটা জয়ের আশা দেখেতে থাকা উইন্ডিজদের স্বপ্নটা আরেকটু লম্ব করেন ফেভিয়ান এলেন। ৩২ বলে ৫২ রান করে দলকে জয়ের কাছাকাছি নেওয়ার চেষ্টা করেন। কিন্তু অন্যরা ঠিকঠাক সঙ্গ দিতে পারেনি কেউ কাউকে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৩১৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
শ্রীলঙ্কার পক্ষে লাসিথ মালিঙ্গা ৩টি উইকেট লাভ করেন। এছাড়া কাসুন রাজিতা, জেফরি ভান্ডারসে ও এঞ্জেলা ম্যাথিউজ ১টি করে উইকেট নেন।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ৩৩৮ রান করে শ্রীলঙ্কা। এর আগে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান, উন্ডিজ অধিনায়ক শাই হোপ। ব্যাট করতে নেমে প্রথম উইকেট জুটিতেই শক্ত ভিত গড়ে শ্রীলঙ্কা। উদ্ভোদনী জুটিতে আসে ৯৩ রান। দিমুন করুণারন্তে আউট হন ৩২ রানে। এরপর ৬৪ রান করে আউট হন কুসল পেরেরা। এরপর ওয়ানডাউনে নামা অভিষেক ফার্নান্দো তুলে নেন সেঞ্চুরি। করেন ১০৩ বলে ১০৪ রান। এছাড়াও কুসল মেন্ডিস ৩৯ এবং লাহিরু থিরিমান্নে ৪৫ রান করেন।
উইন্ডিজদের পক্ষে কট্রেল, থমাস এবং ফেভিয়ান এলান ১টি করে উইকেট নেন। জেসন হোল্ডার নেন ২টি উইকেট।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজ এর আগে ৭ ম্যাচ খেলে ৫ ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। অন্যদিকে শ্রীলঙ্কাও ৩ ম্যাচ হার ২ ম্যাচ জয়ে ৬ পয়েন্ট নিয়ে এখনপর্যন্ত সর্বশেষ ছিটকে পড়া দল। কেনন আজকের ম্যাচ এবং সামনের ম্যাচ জিতলেও ১০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকাতে পারবে না শ্রীলঙ্কা। এখন শুধু সম্ভাবনা আছে বাংলাদেশ-আর পাকিস্তানের। সেক্ষেত্রে ইংল্যান্ডকে নিউজিল্যান্ডের সাথে হারতে হবে অন্যদিকে পাকিস্তান-বাংলাদেশকে নিজের ম্যাচ জিততে হবে।
/এসএস