বিমানবন্দর থেকে এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ গুলিসহ আটক

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯

বিমানবন্দরে গুলিসহ আটক হয়েছেন এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিবকে সাত রাউন্ড গুলিসহ আটক করা হয়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিমানে করে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছিলেন এলডিপির মহাসচিব। এ সময় স্ক্যানিং করার সময় তার কাছ থেকে সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সোমবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয় বলে এভিয়েশন সিকিউরিটি ফোর্স সূত্র (এভসেক) বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুলক্রমে গুলি নিয়ে এসেছেন বলে স্বীকার করেছেন রেদোয়ান আহমেদ।

/এসএস

মন্তব্য করুন