
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে হজ চিকিৎসক দলে মনোনয়নপ্রাপ্ত ৫৪ নার্সের মনোনয়ন বাতিল করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় নতুন ৫৪ নার্সকে হজ চিকিৎসক দলে অন্তর্ভুক্ত করে নতুন আদেশ জারি করেছে।
জানা গেছে, গত ২৬ মে ধর্ম মন্ত্রণালয় আসন্ন হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য ২০৭ সদস্যের মেডিকেল টিম ঘোষণা করে। তাদের মধ্যে ৯০ জন চিকিৎসক, ৭৫ জন নার্স/ব্রাদার, ৩৪জন ফার্মাসিস্ট ও ৮ জন স্বাস্থ্য সহকারি/প্যারামেডিকিস ও ল্যাবরেটরি টেকনিশিয়ান ছিলেন।
শনিবার (২৯ জুন) ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত হজ চিকিৎসক দল ৫৪ নার্সের মনোনয়ন বাতিল করেন। সেই সঙ্গে নতুন ৫৪ জনের নাম যোগ করে ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। মূলত গোপন আর্থিক লেনদেনের মাধ্যমে নার্সদের মনোনয়ন দেওয়া হয়েছে, এমন অভিযোগ ৫৪ জনের সবার মনোনয়ন বাতিল করে হজ চিকিৎসক দল নতুন করে ৫৪ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়।
আইএ/পাবলিক ভয়েস

