

বিশ্বকাপের সেমিফাইনালিস্ট নির্ধারণের অন্যতম হাইপ্রোফাইল ম্যাচে অনেকটা বাচা-মরার লড়াইয়ে ভারতকে ৩১ রানে হারিয়েছে ইংল্যান্ড। বার্মিংহামের এডবাস্টনে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে ইংলিশরা। জবাবে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৩০৬ রান করে ভারত।
৩৩৮ রানের টার্গেটে খেলতে নেমে শূন্য রানের লোকেশ রাহুলের সাজঘরে ফেরাতে শুরুতেই হোচট খায় ভারতীয়রা। এরপর রোহিত শর্মার ১০২ এবং ভিরাট কোহলির ৬৬ রান কিছুটা পথ দেখায় ভারতকে। মিডল অর্ডারে হার্দিক পান্ডের ৩৩ বলে ৪৫ এবং এমএস ধোনির ৩১ বলে ৪২ রান জয়ের ব্যবধান কমালেও হার থেকে বাঁচাতে পারেনি ভারতকে। শেস পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় ৩১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ইংল্যান্ডের পক্ষে- লিয়াম প্লুনকেট ৩টি এবং ক্রিস মরিস ২টি উইকেট নেন।
এর আগে নিজেদের অস্তিত্বের লড়াইয়ে আজ উদ্ভোদনী জুটিতে জয়ী দলের মতোই ব্যাট করেছে ইংলিশরা। প্রথম উইকেট জুটিতে তারা তোলে ১৬০ রান। ৫৭ বলে ৬৬ রানে জেসন রয় আউট হয়ে ফিরলেও সেঞ্চুরি তুলে নেন জনি বারিস্তো। করেন ১০৯ বলে ১১ রান। বারিস্তো ফিরার পর কিছুটা থমকে যায় ইংলিশদের রানের দৌঁড়। তবে জো রুটের ৪৪ এবং মিডল অর্ডারে নামা বেন স্টোকসের ৭৯ রানে শক্ত ভিত গড়ে ইংল্যান্ড। ভারতের পক্ষে মোহাম্মদ সামি একাই তুলে নেন ৫ উইকেট। এছাড়া জাসপ্রিত ভুমরা ও কুলদিপ যাদব নেন ১টি করে উইকেট।
/এসএস