ঈমান রক্ষার্থে বলিউড ছেড়েছি: দঙ্গল কন্যা জায়রা ওয়াসিম

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৯

জায়রা ওয়াসিম। বলিউড অভিনেত্রী। অভিনয় করেছেন ভারতের বলিউডের অন্যতম সেরা সুপারস্টার আমির খানের সঙ্গে। ২০১৬ সালে বলিউডের বিখ্যাত এ অভিনেতার সঙ্গে ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করে রীতিমতো তারকা বনে যান মাত্র ১৮ বছর বয়সী এই কাশ্মীরি কন্যা। ক্যারিয়ারের প্রথম ছবি ‘দঙ্গল’ শুধুমাত্র ভারতেই ৫৩৮ কোটি টাকারও বেশি আয় করে সর্বকালের সেরা ১০ ব্যবসা সফল ছবির তালিকায় প্রথমে চলে আসে। দঙ্গলের এ আকাশচুম্বি সফলতায় রীতিমতো ‘দঙ্গল কন্য’ হিসেবে পরিচিতি পেয়ে যান জায়রা ওয়াসিম। পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড এবং ন্যাশনাল চাইল্ড অ্যাওয়ার্ড ফর একসেপশনাল অ্যাচিভমেন্ট।

এরপর অভিনয় করেছেন ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায়। এই আগামী অক্টোবরে মুক্তি পাবে তার অভিনিত ছবি ‘স্কাই অব পিঙ্ক’। এতে তার মায়ের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়ার মতো বিখ্যাত তারকা। বলিউডে পথচলার শুরতেই জনপ্রিয়তার তুঙ্গে উঠে যাওয়া এ অভিনেত্রীই এবার ঘোষণা করলেন তিনি আর সিনেমায় অভিনয় করবেন না। তার এই অভিনয় জীবন নিজের ধর্ম বিশ্বাস ইসলামের সাথে সাংঘর্ষিক হওয়ায় অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন ২০০০ সালে কাশ্মীরে জন্ম নেওয়া এ অভিনেত্রী।

ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের হাত থেকে জাতীয় পুরস্কার নিচ্ছেন জায়রা

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি এবং পেজে দেয়া এক দীর্ঘ পোস্টে জায়রা ওয়াসিম বলেন, ‘৫ বছর আগের একটি সিদ্ধান্ত আমার জীবনকে বদলে দেয়। আমি তুমুল জনপ্রিয় হতে থাকি। আমার সফলতা আমাকে তরুণদের জন্য মডেল হিসেবে ‍তুল ধরতে থাকে। কিন্তু ৫ বছর পর আমি বুঝতে পারি আমি এটা হতে চাইনি। এই সফলতা আমাকে আমার ঈমান থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমার ক্যারিয়ার আমার ধর্মের সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছিলাম কিন্তু এতে আমি শান্তিতে ছিলাম না। আমি আল্লাহর সাহায্যের উপর নির্ভর করি এবং আমি সিদ্ধান্ত নেই আমি আর অভিনয় করবো না। অর্থ, বিত্ত, খ্যাতি মানুষকে শান্তি দিতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলার মহৎ বাণীতে শান্তি খুঁজে পেয়েছি। আমি আমার নতুন জীবন শুরু করতে চাই’।

/এসএস

মন্তব্য করুন